ছোট পর্দার চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। গতানুগতিক নয়, নানা ধরনের চরিত্রে এরই মধ্যে অভিনয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। গত ঈদেও মাহি অভিনীত নাটকগুলো ছিল প্রশংসিত। সর্বশেষ 'সুদ' ও 'ডিয়ার বস' শীর্ষক নাটক দু'টিতে ফারহানের বিপরীতে অভিনয় করেন তিনি। দু'টি নাটকই এরই মধ্যে বেশ আলোচিত হয়েছে। এদিকে আসছে ঈদুল আজহায়ও নানা রঙের চরিত্রে দেখা মিলবে তার। গত দুই মাস টানা ঈদের নাটকের শুটিং করেছেন তিনি। এরমধ্যে মুশফিক আর ফারহান, খায়রুল বাশার, নিলয় আলমগীর, ইরফান সাজ্জাদ, আরশ খান, সোহেল মন্ডলদের সঙ্গে জুটি বেঁধে এক ডজনেরও বেশি ঈদের নাটকে অভিনয় করে ফেলেছেন মাহি। নাটকগুলো পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ, রাফাত মজুমদার রিংকু, পথিক সাধন, রুবেল হাসান, প্রীতি দত্ত, মাহমুদুর রহমান হিমি, শাহ মোহাম্মদ রাকিব, রাকেশ বসু, গৌতম কৈরী, ইশতিয়াক আহমেদ, ইবনে বকর জুবায়ের, রুবেল আনুশ। গতকালও ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী।
সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ঈদের আগে স্বাভাবিকভাবেই চাপ থাকে কাজের। এবারও টানা কাজ করেছি। গরমটাও বেশি। এরমাঝেই সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপর আবার সকালে উঠতে হচ্ছে আবার শুটিংয়ের জন্য। এভাবেই চলেছে টানা অনেকটা সময়। তারপরও ভালো লাগছে এই ভেবে যে, ভালো কিছু নাটকের শুটিং শেষ করেছি। এগুলো ঈদে আসলে দর্শকদের হয়তো ভালো লাগবে। এবারও নানা চরিত্রে কাজ করতে পেরেছি। শান্তির বিষয় সেটাই। কারণ গতানুগতিক কাজে আগ্রহ পাই না। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপনে আলাদা আনন্দ আছে।
২০১৪ সালে 'রঙ আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল হান্ট' প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সামিরা খান মাহি। এরপর একস্ট্যাসি, জিপি, টেক্সমার্ট, প্রাইড গার্লস, বাংলালিংক, সেইলরসহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করেন মাহি। ওই সময়ে অভিনয়ে নাম লেখালেও তার ফোকাস ছিল শুধুই মডেলিং। তারপর কাজ থেকে কয়েক বছরের বিরতি নেন তিনি।
'তরুণ তুর্কি' দিয়ে ধারাবাহিক নাটকে অভিনয় শুরু সামিরা খান মাহির। পরবর্তী সময়ে 'পারিবারিক গোলযোগ', 'নীড় খোঁজে গাঙচিল', 'লাইফ ইন এ মেট্রো', 'শুভ্রার ওয়্যারড্রব', 'আকাশ বাড়িয়ে দাও', 'ম্যাচিং ব্রাদার', 'এক পা দু-পা' প্রভৃতি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান মাহি। তবে 'গার্লস স্কোয়াড' নাটকে অভিনয় করে আলোচনায় উঠে আসেন মাহি। এখন নাটকেই নিজেকে ব্যস্ত রাখতে চান। পাশাপাশি কাজ করতে চান ওটিটি পস্ন্যাটফর্মে।