মন্দিরা চক্রবর্তী অভিনীত জীবনের প্রথম সিনেমা 'কাজলরেখা'। সিনেমাটি গত ঈদে মুক্তি পেয়েছিল দেশের মুষ্টিমেয় প্রেক্ষাগৃহে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মন্দিরা। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার মাধ্যমে নিজের অভিষেক ঘটানো মন্দিরা সম্প্রতি সিনেমাজগতে আসা নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন। সিনেমাটি দেশজুড়ে হলে মুক্তি না পেলেও যে ক'টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তাতেই মন্দিরা চক্রবর্তী তার অভিনয় দিয়ে এবং গস্ন্যামারাস উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। সিনেমাটি দেখা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করে বলেছেন 'কাজলরেখা' সিনেমাটি তিনি তিনবার দেখে ফেলেছেন। দর্শকের সঙ্গে কথা বলেছেন।
এক বক্তব্যে তিনি জানিয়েছেন, সিনেমাটি প্রথমবার বসুন্ধরা সিটির স্টার সিনেপেস্নক্সে দেখেছেন। এরপর আরও দু'বার সিনেমা দেখেছেন সীমান্ত সম্ভারের মাল্টিপেস্নক্স এবং এসকেএস টাওয়ারে। দর্শক সারিতে বসেই তিনি সবার প্রতিক্রিয়া জেনেছেন।
তিনি বলেন, 'আমি সারাক্ষণ পাশের দর্শকদের দিকে খেয়াল রেখেছি। প্রতিটা দৃশ্যে তাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছি। 'কাজলরেখা' তো মিউজিক্যাল ফিল্ম। গানই ছবির বড় আকর্ষণ। হলে বসে দেখলাম, দর্শক গানগুলো খুব উপভোগ করছেন।'
জীবনের প্রথম সিনেমাতেই মন্দিরার অভিনয় অভাবিত প্রশংসিত হয়েছে। মন্দিরা চক্রবর্তী দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়ত। কখনো সরাসরি দর্শকের সঙ্গে কথা বলে, কখনো বা সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের কাজ ও তার প্রতিক্রিয়ায় দারুণ খুশি এ অভিনেত্রী। তার অভিনয় নিয়ে দর্শকের সিনেমাটি দেখার প্রতিক্রিয়া সম্পর্কে মন্দিরা চক্রবর্তী বলেন, 'কাজলরেখা আমার জীবনের প্রথম সিনেমা। যাতে প্রথম সিনেমাতেই নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ছিল। সেলিম ভাইয়ের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রত্যাশা ছিল যে সিনেমাটি দর্শকের কাছে ভালো লাগবে। বিশেষত আমার চরিত্রটি। দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন, এটাই আমার প্রাপ্তি। আমি যে অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি, দর্শকের কাছ থেকে তার বিপরীতে যে ভালোবাসা, যে সম্মান আমি পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। একজন নতুন হিসেবে আমাকে সবাই যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, সবার প্রতিই কৃতজ্ঞ আমি।'
মন্দিরা আরও জানান, ঢাকাই চলচ্চিত্রের অনেক নির্মাতা এরপর থেকে তাকে ফোন করছেন। একের পর এক নতুন সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সেই প্রস্তাবের একটি এরই মধ্যে মিঠু খানের পরিচালনায় মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমা 'নীল চক্র'র কাজ।
মন্দিরা জানান, এরই মধ্যে সিনেমাটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন। কিছুদিন আগে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়। তাতে মন্দিরা ও আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়। অভিনয় নিয়ে মন্দিরা বলেন, 'শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সব ভক্ত দর্শকের প্রতি। অনেকেই ফেসবুকে তাদের ভালো লাগা প্রকাশ করেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার নিজের অভিনয়ের বিচার করতে পারছি যে আগামীতে আমাকে আরও ভালো অভিনয় করতে হবে। পরবর্তী সিনেমাগুলোয় আমি আরও ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। অনেকেই সরাসরি আমার সঙ্গে কথা বলেও তাদের মনের কথা বলেছেন। যেহেতু কাজলরেখা আমার প্রথম সিনেমা ছিল, তাতে ভুলত্রম্নটি তো আছেই। কিন্তু পরবর্তী সিনেমাগুলোয় আমি আরও ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। নীলচক্রতে আমার যে চরিত্র তাতে আমি অনেক মনোযোগী ছিলাম। আরিফন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।'
এখন তিনি তার সেই দ্বিতীয় সিনেমার কাজ শেষ করেছেন। এখানেও তিনি নিজের কাজটা মন দিয়ে করেছেন। এ নিয়ে মন্দিরা বলেন, 'নীল চক্রতে আমার যে চরিত্র, তাতে আমি অনেক মনোযোগী ও সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি।'
নতুন সিনেমার মধ্য দিয়ে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন মন্দিরা। তার সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, 'আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীল চক্র সিনেমাটি নিয়ে।'
এদিকে মন্দিরা জানান, শিগগিরই নতুন আরও একটি সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে। আপাতত কিছুই বলতে চাচ্ছেন না তিনি। তবে তার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের। সেই সঙ্গে তার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু। আপাতত নতুন সিনেমাটির আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত মন্দিরা। সময় হলেই জানান দেবেন সবাইকে। শিগগিরই নতুন আরও একটি সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে। আপাতত কিছুই বলতে চাচ্ছেন না তিনি। তবে তার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের।