ঈদ মানে আনন্দ। ঈদ মানে বিনোদন। আর বিনোদনের অন্যতম সেরা মাধ্যম হলো সঙ্গীত। ঈদের আনন্দকে দ্বিগুণ করতেই প্রতি ঈদে ব্যান্ড উৎসবের আয়োজন করা হয়। তাই বরাবরের মতো এবারের ঈদুল আজহায়ও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে তিন পর্বের বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। শাহরিয়ার হাসানের প্রযোজনা ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সঙ্গীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ, নকশিকাঁথা, হ্যালো, দূরবীন ও বিজয়। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রচার হবে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ও মোমরেজ মাহমুদের উপস্থাপনায় নকীব খান এবং ওয়ারফেজ, পেন্টাগন, বস্ন্যাক ও লেভেল ফাইভের গান। এ ছাড়া এবারের ঈদে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তার ব্যান্ড। এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভিতে গাইবেন তিনি। এ নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, 'আমি পুরনো ভুবনে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। অনেকেই জানেন, দীর্ঘদিন অসুস্থতার জন্য গাইতে পারিনি। এখন শরীর বেশ ভালো। তাই একটু একটু করে গানের জগতে ফিরছি।' তিনি আরও বলেন, 'সঙ্গীতের মধ্যেই আমার বেড়ে ওঠা। বাবা সুরস্রষ্টা আলাউদ্দিন আলী, মা সালমা সুলতানা সবাই ছিলেন গানের মানুষ। শুধু তাই নয়, আমার মামা, খালা, খালু, ভাই, বোন সবাই গানের সঙ্গে যুক্ত। ফলে গান আমাদের কাছে মেডিটেশনের মতো। গান ছাড়া বাঁচার কথা ভাবতে পারি না কখনো। অসুস্থতার সময় গান থেকে দূরে ছিলাম বলে বেশি খারাপ লাগছিল। সবাই দোয়া করবেন যেন আগের মতো গান গেয়ে সবার মন ভরাতে পারি।'