রামোজি রাও আর নেই
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
রামোজি ফিল্ম সিটি এবং তেলেগু ভাষার টিভি নেটওয়ার্ক ইটিভির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। শনিবার ভোরে হায়দরাবাদের একটি হসপিটালে চিকিৎসাধীন ৮৭ বছর বয়সে তার মৃতু্য হয়। এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, রামোজি রাও একজন উদ্যোক্তা, সিনেমা প্রযোজক ও ব্যবসায়ী ছিলেন। তিনি রামোজি গ্রম্নপে নেতৃত্ব দিচ্ছিলেন, যাদের সিনেমাসহ বিভিন্ন ধরনের ব্যবসা আছে।
এসব উদ্যোগের মধ্যেই একটি রামোজি ফিল্ম সিটি। তেলেগু ভাষার সর্বাধিক প্রচারিত দৈনিক এনাডু, টিভি চ্যানেলের নেটওয়ার্ক ইটিভি, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঊষা কিরাণ মুভিসও গ্রম্নপটির মালিকানাধীন।
তার মৃতু্যতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণমাধ্যমে রামোজির 'সমৃদ্ধ অবদানের' কথা তুলে ধরেন।
এক্স পোস্টে মোদি লিখেছেন, 'শ্রী রামোজি রাওয়ের মৃতু্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপস্নব ঘটিয়েছেন। তার সমৃদ্ধ অবদান সাংবাদিকতা ও চলচ্চিত্রজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। উলেস্নখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে মিডিয়া ও বিনোদনজগতে তিনি উদ্ভাবনী চিন্তা ও শ্রেষ্ঠত্বের নতুন মানদন্ড স্থাপন করেছিলেন।'
ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, 'ভারতের উন্নয়নের প্রশ্নে রামোজি রাও অত্যন্ত আবেগী ছিলেন। আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে কয়েকবার আলাপচারিতার সুযোগ পেয়েছি এবং তার প্রজ্ঞা থেকে উপকৃত হয়েছি। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীর প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'