ঢাকাই ছবিতে ঝুঁকছেন কলকাতার নায়িকারা

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
কলকাতার তারকারা এপার বাংলার সিনেমায় কাজ করেছেন এ ঘটনা আর নতুন নয়। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শতাব্দী রায়সহ অনেকেই এ দেশের সিনেমায় কাজ করেছেন। ঢাকারও অনেক তারকা কলকাতায় গিয়ে কাজ করেছেন। দুই দেশের নির্মাতারাও আসতেন ও যেতেন। সেটা ছিল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক তৈরির একটি সুন্দর প্রচেষ্টা। সত্তরের দশকে মাসুদ পারভেজ তার 'এপার ওপার' ছবির জন্য প্রথম আনেন সোমা মুখার্জিকে। আলমগীর কবীরের 'সূর্যকন্যা' ছবিতে অভিনয় করেন জয়শ্রী। আশির দশকে সুনেত্রা আসেন মমতাজ মালীর 'উছিলা' ছবিতে। নব্বই দশকে শাবানার স্বামী ওয়াহিদ সাদিক ঋতুপর্ণাকে নিয়ে 'স্বামী কেন আসামি' ছবিটি নির্মাণ করেন। ভারতীয় নায়িকা যারা ঢাকার ছবিতে কাজ করেছেন তাদের তালিকা খুব সংক্ষিপ্ত নয়। তাদের মধ্যে রয়েছেন শতাব্দী রায়, বনশ্রী, ঝুমুর গাঙ্গুলী, জয়শ্রী কবির, সুনেত্রা, দেবশ্রী, মুনমুন, সন্ধ্যা রায়, আলপনা গোস্বামী, ইন্দ্রানী হালদার, শাবানা আজমী, জয়াপ্রদা, মমতা কুলকার্নি, ভাগ্যশ্রী, নীলম, আয়শা জুলেখা, মনিকা দেবী, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রাভিনা, মিনা, শিবানী, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি, শ্রীলেখা মিত্র, মাহিমা, রিংকু ঘোষ, মিত্র যোশী, মধুমিতা, প্রিয়া, রিয়া সেন প্রমুখ। কিন্তু গত কয়েক বছরে ঢাকাই ইন্ডাস্ট্রিতে প্রকট হয়েছে ভারতীয় সিনেমার একতরফা প্রভাব। সাফটা সুবিধার নাম করে আনা হচ্ছে যেমন ভারতীয় সিনেমা তেমনি ভারতীয় নায়িকা আমদানিরও হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার শুভশ্রী থেকে শুরু করে কোয়েল মলিস্নক পর্যন্ত অর্ধডজনেরও বেশি নায়িকা অল্প সময়ে যুক্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রে। কিন্তু কলকাতার নায়করা অনেকটাই পিছিয়ে রয়েছেন। শুধু নায়িকাদের আনা হলেও নায়কদের আনা হয় খুবই কম। কলকাতার জিৎ, দেব, যশ পাল, অঙ্কুশ, অর্নিবান, পরমব্রত, অনুপম রায়, বনিদের মতো জনপ্রিয় নায়করা থাকতেও তাদের ঢাকাই সিনেমায় নেওয়া হয় না। বিষয়টিকে সিনিয়র চলচ্চিত্রকাররা ইতিবাচকভাবে দেখছেন না। তাদের কথায়, বেশ কয় বছর ধরে কলকাতার ছবির বাজারে মন্দাভাব চলছে। সেখানকার শিল্পীদের হাতে তেমন একটা কাজ নেই। এতে আমাদের এখানে শিল্পী সংকটের অজুহাত দেখিয়ে স্থানীয় কিছু প্রযোজনা সংস্থা কলকাতার নায়িকাদের ঢাকার ছবিতে নিয়ে আসছে। এ বিষয়ে ভিন্নমতও আছে। অনেকে বলছেন, যৌথ প্রযোজনা ছাড়াও দুই বাংলা বা এক দেশের শিল্পী অন্য দেশের ছবিতে অভিনয় করতেই পারেন। এতে ছবির বাজার সম্প্রসারিত হয়। গত কয়েক বছরে যৌথ প্রযোজনার হাত ধরে কলকাতার নায়িকারা বেশি কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন শুভশ্রী, পাওলি দাম, শ্রাবন্তী, কোয়েল মলিস্নক, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী, ইধিকা পাল প্রমুখ। বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা শুভশ্রী অনন্য মামুনের 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবি দিয়ে অঙ্কুশের বিপরীতে ঢাকাই সিনেমায় পা রাখেন তিনি। এরপর অনেকটা বিরতি দিয়ে ওমের নায়িকা হয়ে আবারও শুভশ্রীর ছবি মুক্তি পায় 'প্রেম কী বুঝিনি'। যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে ঢাকাই সিনেমাতে অভিষেক ঘটে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রবন্তীর। কলকাতার এসকে মুভিজ ও ঢাকার জাজ মালটিমিডিয়া প্রযোজিত ছবিটির নাম 'শিকারী'। এতে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন শ্রাবন্তী। সিনেমাটি মুক্তির পর খুব প্রশংসিত হন নায়িকা শ্রাবন্তী। এর পর থেকে বাংলাদেশের দর্শকদের কাছে তার চাহিদা আরও বাড়তে থাকে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঝড় তুলবে শাকিব খানের 'তুফান' সিনেমা। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। আর এ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সম্প্রতি 'তুফান' সিনেমার গানের টিজার প্রকাশ পেয়েছে। 'লাগে উরা ধুরা' শিরোনামে মাত্র ২১ সেকেন্ডের টিজারে শাকিব আর মিমির নাচের তালে নেটিজেনরাও যেন উরা ধুরা হয়ে গেছেন। টিজারে দেখা গিয়েছে রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। এদিকে শোনা যাচ্ছে ঢাকাই সিনেমায় থিতু হতে যাচ্ছেন ইন্দ্রিকা পাল। ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করলেও ঢালিউডের কোনো সিনেমায় সুযোগ মেলেনি তার। অবশেষে বাংলাদেশের সিনেমা দিয়ে বড় পর্দার স্বপ্ন পূরণ করেন ইধিকা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের 'প্রিয়তমা' হয়ে সিনেমায় অভিষেক হয় তার। 'প্রিয়তমা' শিরোনামের সিনেমাটি ব্যবসা সফলের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়ায়। ইধিকার নামের সঙ্গে যুক্ত হয় চিত্রনায়িকা। এমনকি দেশের দর্শকদের কাছে শাকিবের প্রিয়তমা হিসেবে বেশ পরিচিতি পান তিনি। তবে এত কিছুর পরও ওপার বাংলার সিনেমায় যুক্ত হতে পারেননি এই অভিনেত্রী। মাঝে একাধিক কলকাতার সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন ছড়ায়। কিছুদিন আগেও সংবাদ প্রকাশ হয় কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। অনেকেই ধারণা করছিলেন দেবের সঙ্গে কলকাতার সিনেমায় তার রাজকীয় অভিষেক হতে যাচ্ছে। তবে সেই সিনেমাটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গেছে, কাজটি আলোচনাতেই আটকে আছে। যে কারণে নিজ দেশের নায়িকা হওয়ার বাসনা এখনো অপূর্ণই রয়ে গেছে ইধিকার। তবে কলকাতায় সুযোগ না পেলেও ঢাকার সিনেমা নিয়ে নিয়মিতই খবরে আসছেন এই নায়িকা। বর্তমানে শুধু অভিনয়শিল্পী নয়, ভারতীয় নির্মাতা, কণ্ঠশিল্পী, ফাইট ও মিউজিক ডিরেক্টরসহ কলাকুশলীরাও কাজ করছেন ঢাকার ছবিতে। এতে বেকার হয়ে পড়ছেন স্থানীয় সংশ্লিষ্টরা। হুমকির মুখে পড়েছে দেশীয় চলচ্চিত্রশিল্প।