নিজের সুরে ফাহমিদা নবী

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। বিখ্যাত সঙ্গীতব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন্নবীর কন্যা ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এ ছাড়া মাঝেমধ্যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীতও কণ্ঠে তুলতে দেখা যায় তাকে। বর্তমানে গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। সেই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। 'সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা, শুধু তোমাতে আমাতে কখনো তুখোড় ঝড় হয়ে কখনো শ্রাবণধারা' এমন কথায় গানটি লিখেছেন ফারজানা রহমান। আর গানটির সুর করেছেন ফাহমিদা নবী নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন,' ফারজানা রহমানের গানের কথা আমার এত বেশি ভালোলেগে যায় যে মনের ভেতর থেকেই সুর চলে আসে। কী সুন্দর কথা গানের। মন ভরে যায়। ধন্যবাদ ফারজানা রহমানকে এত চমৎকার গীতিকবিতা লেখার জন্য। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিল যে, ফারজানা চমৎকার অনুভব নিয়ে গানটি লিখেছে। তবে আমার করা সুরটা কেমন হয়েছে, এটা শ্রোতারা ভালো বলতে পারবেন। সজীব সব সময়ের মতো মন দিয়ে ভালোবেসে কাজটি করেছে। আসলে ভালোবাসা থাকলে যেকোনো কাজ মন ছুঁয়ে যায়। সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, গানটি প্রকাশ পেলে যেন মন দিয়ে গানটি শোনেন। আশা করছি ভালো লাগবে সবার।' এদিকে ফাহমিদা নবীর ভয়েজ গ্রম্নমিং স্কুল 'কারিগরি' থেকে শিগগিরই তার লেখা ও সুরে শাকিল, শাম্মী, শাকিলা, পিলু, ফাল্‌গুনী, সোহেল, ফাহমিদার কণ্ঠে মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। ফাহমিদা নবী জানান, এবারের ঈদেই একে একে 'আনমোল প্রেজেন্টস' ইউটিউব চ্য্যানেলে প্রকাশ পাবে। সব গানেরই সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী ২০১১ সালে প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম বের করেন 'আকাশ ও সমুদ্র অপার'। বাপ্পা মজুমদারের সঙ্গে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবাম 'এক মুঠো গান-১'। ২০১০ সালের ভালোবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবাম 'এক মুঠো গান-২'। ২০০৫ সাল থেক তিনি ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শোর বিচারক ছিলেন। ২০০৭ সাল থেকে তিনি কারিগরি নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।