নতুন পরিচয়ে চমক

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকেই নিয়েছেন নাচের তালিম। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান এই অভিনেত্রী। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। 'হায়দার', 'হাউস নম্বর-৯৬', 'মহানগর', 'সাদা প্রাইভেট', 'অসামপ্ত', 'ভাইরাল হ্যাজব্যান্ড'-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। এদিকে চমক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে এবার নামছেন ব্যবসায়। একটি জুস বার ও ট্রি হাউজ দিয়েছেন তিনি। যেখানে জুসসহ অনেক কিছুই থাকছে। থাকবে গাছও। আগামী ৩ জুন বনানী ও উত্তরা আউটলেট দু'টি চালু হচ্ছে বলে জানিয়েছেন চমক। এ প্রসঙ্গে চমক বলেন, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই দুর্বিষহ যানজট, শব্দদূষণ, বায়ুদূষণসহ নগরজীবনে হাজারো দুর্ভোগ। এসব সঙ্গে নিয়েই প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। এসবের ভিড়ে রাজধানীতে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ হয় না। শহরে বসবাসের জন্য যে, পরিমাণ গাছ থাকা দরকার সেটি আমাদের নেই। প্রতিদিন আমরা অনেক জাংক ফুড খাই। এসবের মধ্যে ফ্রেশ খাবার সেভাবে পাওয়াই যায় না। যোগ করে তিনি আরও বলেন, থাইল্যান্ডের রাস্তায় দেখতে পাই অনেক ফল কেটে রেখে দেওয়া হয়। চাইলেই ফ্রেশ জুশ খাওয়া যায়। তেমনই ব্যবস্থা আমিও রাখছি। যে কেউ চাইলে পছন্দ অনুযায়ী ফ্রেশ ফল দিয়ে তৈরি ফ্রেশ জুস খেতে পারবে। এছাড়া অন্যসব খাবার তো থাকছেই। ব্যস্ততার মধ্যে রিফ্রেশ হওয়ার চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ। গাছ রাখার প্রসঙ্গটি উলেস্নখ করে চমক বলেন, আমার বাবা একজন বন বিভাগ কর্মকর্তা। ছোটবেলা থেকে বাবাকে প্রচুর গাছ লাগাতে দেখেছি। আগে থেকেই এবং পারিবারিকভাবেই আমাদের গাছ লাগানোর একটা ঝোঁক আছে। আমাদের প্রজন্ম অনেক বেশি ব্যস্ত। সেখানে আমাদের এই পরিবেশের ওপর খেয়াল রাখা কিংবা অন্যদের আগ্রহী করতে এই ব্যবস্থা। খেতে এসে কেউ যদি গাছ নিতে আগ্রহী হয় সে ভাবনা থেকে এটা রাখা। এভাবে যদি প্রতিদিন একটু একটু করে গাছ বাড়ানো যায় এবং গাছ লাগাতে আগ্রহী করা যায় তাহলে আমাদের শহরটা আরও একটু সুন্দর হবে। সে ভাবনা থেকে এমন চিন্তা। একেবারে সুলভ মূল্য গাছ নেওয়া যাবে। ব্যবসার কথা চিন্তা করে গাছ রাখছি না।