এবার আমেরিকার প্রেক্ষাগৃহে মন্দিরার 'কাজলরেখা'

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশের পর এবার আমেরিকানরা দেখতে যাচ্ছে বাংলার রূপকথা, যেটার পটভূমি চারশ বছরের পুরনো বাংলার এক লোকগাথা। আজ থেকে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে 'কাজলরেখা' সিনেমা। এমনটাই জানিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। জানা গেছে, প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও যুক্তরাষ্ট্রের ১৭টি প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরও থিয়েটার যোগ হতে পারে বলেও জানা গেছে। স্বপ্ন স্কেয়ারক্রোরের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউলস্নাহ সজীব বলেন, ''যারা প্রবাসে থাকেন, বহু ভাষার ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। 'কাজলরেখা' তাদের মাঝে সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।'' উলেস্নখ্য, গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবিটি। বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছে এটি। এরই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটি। কাজলরেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা চক্রবর্তীর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত 'কাজলরেখা' ছবিতে রয়েছে দুই ডজন গান। সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।