১০০ জনের শীর্ষে দীপিকা

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
শাহরুখ খানকে ছাপিয়ে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষস্থান অর্জন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর তার পরেই আছেন শাহরুখ। গত একদশকে আইএমডিবিতে 'মোস্ট ভিউড'য়ে ভারতীয় তারকার খেতাব পেলেন তিনি। সূত্র জানায়, ২০১৪ থেকে ২০২৪-এ আইএমডিবির তালিকায় রয়েছে ১০০ জন তারকার নাম। এর মধ্যে যাকে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, তিনি হলেন- দীপিকা পাডুকোন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান। তৃতীয়তে আছেন ঐশ্বরিয়া রাই। আলিয়া ভাট আছেন চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। হঁ্যা, মৃতু্যর চার বছর পরেও সেরা পাঁচে তিনি তার জায়গা ধরে রেখেছেন। এতে বোঝা যায় দর্শকরা তাকে কতটা মিস করেন। কিন্তু সবাইকে অতিক্রম করে গেছেন দীপিকা পাড়ুকোন। অর্থাৎ বোঝাই যায়, দীপিকাকে নিয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বলিউডের দুই খান আমির এবং সালমান খানও এই তালিকার সেরা দশে আছেন। ভাইজান রয়েছেন অষ্টম স্থানে। আর ষষ্ঠ স্থানে মিস্টার পারফেকশনিস্ট। এছাড়া তালিকায় আছেন হৃতিক রোশন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, করিনা কাপুর, নয়নতারা, অজয় দেবগন, তৃপ্তি দিমরি, কমল হাসান প্রমুখ। এই তালিকায় হিন্দি তো বটেই তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ইন্ডাস্ট্রির একাধিক তারকার নাম আছে। দীপিকা এই নতুন খেতাব পাওয়ার পর তার অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার কথাও বলেছেন তিনি। আগামী মাসেই মুক্তি পাচ্ছে দীপিকার 'কল্কি ২৮৯৮ এডি'। এ ছাড়া তার হাতে রয়েছে 'সিংহম আগেন'। এই খবর জানার পর এই বিষয়ে দীপিকা বলেন, 'আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে। এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে। মানুষের সত্যিকারের পালস, পছন্দ এবং আগ্রহের কথা এখানে ধরা পড়ে।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'এই রেকগনিশন সত্যিই সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা জোগাবে ভালো ভালো কাজ করার জন্য। দর্শকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপনের চেষ্টা করব সে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন।' উলেস্নখ্য, দীপিকা পাডুকোন ২০১৮ সালেও শাহরুখ খানকে ছাপিয়ে প্রথম হয়েছিলেন। একটি নামকরা গেস্নাবাল মুভি ওয়েবসাইটের তালিকায় প্রথমেই ছিলেন দীপিকার নাম। দ্বিতীয় স্থানে ছিলেন শাহরুখ। যে তালিকায় আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, কুবরা সৈয়দ, ইরফান খান, রাধিকা আপ্তে, অক্ষয় কুমারও ছিলেন। কিন্তু শীর্ষে ছিলেন দীপিকা। মোটকথা, দীপিকা পাডুকোন এখন বেজায় ব্যস্ত। একদিকে যেমন তার জীবনের নতুন সফর অপেক্ষা করে আছে, শিগগিরই মা হতে চলেছেন তিনি। তেমনই তাকে আগামীতে দেখা যাবে সিংঘম এগেন এবং কল্কি ২৮৯৮ এডি ছবিতে। আর এর মাঝেই এল আরেক সুখবর। জানা গেল, ভারতে সব থেকে বেশিবার দেখার নিরিখে এই দশকের ওগউই-এর সেরা ১০০ তারকার তালিকার শীর্ষে আছেন দীপিকা পাডুকোন। তিনি ছাপিয়ে গিয়েছেন শাহরুখ খানকেও। হঁ্যা একেবারেই তাই। ওম শান্তি ওম ছবির মাধ্যমে তিনি কিং খানের বিপরীতে ডেবিউ সেরেছিলেন। এই সেরা ভারতীয় তারকাদের লিস্ট নির্মিত হয় বিশ্বজুড়ে ওগউই-এর মাসিক পেজ ভিউজ অনুযায়ী- যা মাসে ২৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়। উলেস্নখ্য, ২০০৭-এ 'ওম শান্তি ওম' ছবি থেকে অভিনয়ের শুরু দীপিকা পাড়ুকোনের। এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। তবে 'ওম শান্তি ওম'-এর পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সফল ছবি রয়েছে তার ভান্ডারে। এমনকি হলিউডে গিয়েও নিজের জায়গা তৈরি করে এসেছেন অভিনেত্রী। দীপিকার সফল ছবিগুলোর মধ্যে রয়েছে 'পিকু', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'রামলীলা', 'পদ্মাবৎ', 'তামাশা', 'ককটেল', 'চেন্নাই এক্সপ্রেস', 'পাঠান', 'জওয়ান'।