শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

গুলি করে অভিনেতাকে হত্যা

বিনোদন ডেস্ক
  ২৯ মে ২০২৪, ০০:০০
গুলি করে অভিনেতাকে হত্যা

গুলি করে হত্যা করা হয়েছে 'জেনারেল হসপিটাল' খ্যাত অভিনেতা জনি ওয়াক্টরকে। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ ঘটনা ঘটে। মৃতু্যকালে জনির বয়স হয়েছিল ৩৭ বছর। এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড।

জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর টিএমজেকে বলেন, 'জনি তার সহকর্মীর সঙ্গে ছিল। তারা দেখতে পায় তিনজন ব্যক্তি তার গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে; এরপর এগিয়ে যায় জনি। ওই তিন ব্যক্তির সঙ্গে লড়তে আমি জনিকে নিষেধ করেছিলাম। কিন্তু ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে দেয়।'

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, 'হত্যাকান্ডের ঘটনাটি রাত ৩টা ২৫ মিনিটে ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এ সময় চোরদের মুখোমুখি হন গাড়ির মালিক। তখন চোরদের একজন ওই ব্যক্তিকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'

পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস, খুব শিগগির ধরা পড়বেন ওই তিন ব্যক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে