শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

শাবনূরের মানবিক আবেদন

বিনোদন রিপোর্ট
  ২৯ মে ২০২৪, ০০:০০
শাবনূরের মানবিক আবেদন

গভীর স্থল নিম্নচাপে পরিণত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭ উপজেলা। বিধ্বস্ত হয়েছে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি; ভেসে গেছে বহু মাছের ঘের; ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। রেমালের প্রভাবে মৃতু্য হয়েছে অন্তত ১০ জনের; প্রাণ গেছে বহু গবাদিপশুরও। এছাড়া বিদু্যৎহীন হয়ে পড়েন প্রায় ২ কোটি ৭১ লাখ গ্রাহক।

এদিকে রেমালের কারণে ক্ষতিগ্রস্তদের সহাতায় অনেকেই এগিয়ে এসেছেন। চিত্রনায়িকা শাবনূরও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে।

গতকাল শাবনূর তার ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেন, আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আলস্নাহ সবাইকে হেফাজত করুন। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃতু্য হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ।

প্রসঙ্গত, গত ২২ মে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এ লঘুচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে। এরপর নিম্নচাপ ও গভীর নিম্নচাপ দশা পেরিয়ে শনিবার (২৫ মে) সন্ধ্যায় পরিণত হয় ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় হওয়ার পর এর নাম হয় রেমাল। গত রোববার সকালে শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে