মুক্তি পেল ফারিণের প্রথম সিনেমা 'ফাতিমা'

প্রকাশ | ২৫ মে ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার হাজির হয়েছেন বড় পর্দায়। ছয় বছর আগে ক্যারিয়ারে প্রথম নাম লিখিয়েছিলেন সিনেমা 'ফাতিমা'য়। সেই সিনেমাটি গতকাল ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে এ সিনেমার পেছনে আছে দীর্ঘ একটি গল্প। নানা ঘাত-প্রতিঘাতের পর মুক্তি পেল ফাতিমা। প্রায় ছয় বছর আগে এর কাজ শেষ হয়েছিল। কিন্তু নানা জটিলতার কারণে সিনেমাটি মুক্তি দেওয়া যায়নি। অবশ্য এরই মধ্যে এটি দেশের বাইরে সুনাম অর্জন করেছে। ইরানে পুরস্কৃত হয়েছে ফাতিমা। ফারিণ যখন এই ছবির কাজ শুরু করেন তখন তিনি আজকের অবস্থানে ছিলেন না। নাটকে অভিনয় করে নিজের একটা পরিচিতি গড়েছেন সবেমাত্র। তখন তাকে খুব একটা চ্যালেঞ্জিং চরিত্রেও দেখা যায়নি সেভাবে। এমনকি ওটিটিতে ফারিণ যে চমৎকার কিছু কাজ করেছেন, সেসবও দেখেনি দর্শক। তার গানের প্রতিভাও তখন বিকশিত হয়নি লোকের কাছে। এমন অবস্থাতেই ফারিণকে প্রধান চরিত্রে সুযোগ করে দেন নির্মাতা ধ্রম্নব হাসান। সেটি ২০১৭ সালের কথা। এরপর কেটে গেছে প্রায় ৮ বছর! অবশেষে সেই সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১০টি প্রেক্ষাগৃহে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফারিণকে, সঙ্গে আছেন ইয়াশ রোহান এবং সুমিত সেনগুপ্ত। চলতি বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ছবিটি। সিনেমা প্রসঙ্গে ফারিণ বলেন, 'ছয় বছর পর আবার শুটিং শুরু করতে হবে শুনে অবাক হয়েছিলাম। কিন্তু ধ্রম্নব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল যে উনি যে কোনোভাবেই হোক ছবিটা শেষ করবেন। শেষ পর্যন্ত তো ছবিটা শেষ হলো খুব ভালো করে এবং দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ইরানের ফজর উৎসবে আমিও গিয়েছিলাম, সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি দর্শক দেখলেই আমাদের পরিশ্রম সার্থক।' অনেকটা সময় পর সিনেমাটি মুক্তি দিতে পেরে আনন্দিত পরিচালক ধ্রম্নব হাসান। তিনি জানান, ঢাকার ছয়টি সিনেপেস্নক্সসহ দেশের মোট ১০টি সিনেপেস্নক্সে মুক্তি পেয়েছে ছবিটি। তালিকায় আছে স্টার সিনেপেস্নক্সের বসুন্ধরা সিটি, মিরপুর সনি স্কয়ার, মহাখালীর এসকে টাওয়ার শাখা, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, শ্যামলীর শ্যামলী সিনেমা ও যমুনার বস্নকবাস্টার। ঢাকার বাইরে ছবিটি দেখা যাবে নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের বালি আর্কেড, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব। 'ফাতিমা' সিনেমায় আরও অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন। সহযোগী প্রযোজক এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন কবির আহমেদ। এ দিকে গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে নতুনভাবে আলোচনায় আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে। তারপরই থেকে যেন শ্রোতারা লুফে নিয়েছেন গানটি। এটি ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে ওঠে আসে। 'রঙে রঙে রঙিন হব' শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে। বিশেষ করে সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক-ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন তিনি। মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শক পছন্দের শীর্ষে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে। হানিফ সংকেত লিখেছেন, 'প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া 'রঙে রঙে রঙিন হব' গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে ওঠে আসে, যা এখনো অটুট আছে।' জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, 'আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।' উলেস্নখ্য, এই গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।