রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আবারও ফারিণের সঙ্গে গাইতে চান তাহসান

বিনোদন রিপোর্ট
  ২০ মে ২০২৪, ০০:০০
আবারও ফারিণের সঙ্গে গাইতে চান তাহসান

একসঙ্গে ছোট পর্দায় অনেক নাটকেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সঙ্গীতশিল্পী তাহসান খান। তবে প্রথমবারের মতো এই দুই তারকা হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একসঙ্গে 'রঙে রঙে রঙিন হব' শিরোনামের গানটি গান। ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। এবার তাহসান ফারিণের সঙ্গে নতুন গান গাওয়ার আগ্রহ জানালেন।

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি। তার এবারের সুযোগটা এসেছিল ইত্যাদি হানিফ সংকেতে। সঙ্গীতশিল্পী তাহসান বলেন, আমাকে এবং তাসনিয়া ফারিণকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানাই তিনি এ সুযোগটা করে দিয়েছিলেন বলে। আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করব, তবে এখন না। আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করব।

রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে। তা শুনে আমারও ভালো লেগেছে। অনেক বছর অভিনয় থেকে বিরতিতে ছিলাম। কারণ চেয়েছিলাম অভিনয় থেকে পড়াশোনা করতে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে, আমার নতুন গান আসবে।

তাহসান-ফারিণের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ারে যেন দর্শক-শ্রোতার মনে সুরের জলোচ্ছ্বাস। সঙ্গীতশিল্পী না হয়েও দারুণভাবে গান গেয়ে ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো করবেন এই অভিনয়শিল্পী। নিজের গাওয়া প্রথম গানেই বাজিমাত করেছেন ফারিণ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল।

সোশ্যাল মিডিয়ার যুগে 'ভাইরাল' শব্দটি ?খুব পরিচিত। তাহসান-ফারিণের 'রঙে রঙে রঙিন হব' গানটি যে এখন ভাইরাল, তা ইউটিউব ভিউ দেখলেই বোঝা যায়। বর্তমানে মিউজিক বিভাগের ট্রেন্ডিংয়ে এই গানটি উঠে এসেছে এক নম্বরে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেতও। পোস্ট করেছেন নিজের সামাজিকমাধ্যমে। তিনি লিখেছেন, ''প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া 'রঙে রঙে রঙিন হব' গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।''

এ প্রসঙ্গে ফারিণ বলেন, আমি কিন্তু নায়িকার আগে গায়িকা। যশোর থেকে ঢাকায় এসেও গানের চর্চা করেছি। দিনের পর দিন গান শিখেছি। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করেছি। গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি। মূলত দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মায়ের ইচ্ছাতেই অনেকটা জোর করেই গান শেখানো হয় ফারিণকে। মায়ের আগ্রহেই শিক্ষকের কাছে গান শিখতে শিখতে গানের প্রেমে পড়ে যান তিনি।

উলেস্নখ্য, বাংলাদেশে প্রথমাবের মতো ওটিটি পস্ন্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ফ্যামিলি গেম শো 'ফ্যামিলি ফিউড'-এর বাংলাদেশি সংস্করণ 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'। আর এতে উপস্থাপক হিসেবে থাকবেন তাহসান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে