অভিনয় আর গস্ন্যামারের কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী ভূমি পেডনেকর। কিন্তু একটা সময়ে এই সৌন্দর্য আর চেহারা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভুগতে হয়েছে তাকে। তিনি জানান, সে সময় তার আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে নিজেই এই সমস্যার সমাধান খুঁজে বের করেছিলেন। নিজের অস্তিত্ব খুঁজতে ফ্যাশন নিয়ে চিন্তা শুরু করেন তিনি। অভিনেত্রী বলেন, আমি যখন বড় হচ্ছি, খুব আত্মবিশ্বাসের অভাব ছিল। সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞা রয়েছে। তার সঙ্গে নিজেকে মেলাতে চাইতাম। কিন্তু সেই সৌন্দর্যের সংজ্ঞা আমি নিজের ওপর চাপিয়ে দিইনি। নিজেকে খুঁজে পাওয়ার মাধ্যম হিসেবে ফ্যাশনকে ব্যবহার করতে শুরু করি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে নিজের ধারণার বিবর্তন হতে শুরু করে। বর্তমানে বেশ চিন্তা-ভাবনা করে সাজপোশাক বাছাই করেন ভূমি। তিনি বলেন, শুধু দেখতে সুন্দর লাগলেই হয় না, সাজের মধ্যে নিজের ব্যক্তিত্ব প্রকাশ পাওয়া দরকার। সাজ ব্যতিক্রমী হচ্ছে কিনা সেটাও একটি বিষয়। ফ্যাশন ও সৌন্দর্যের মাধ্যমে আমি নিজেকে, নিজের মন ও আবেগকে ব্যক্ত করতে পারছি কিনা, সেটাই গুরুত্বপূর্ণ।
২০১৫ সালে 'দম লাগাকে হাইসা' সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। সেই সিনেমায় পৃথুলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পর থেকে গ্রামের নারীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলেন তিনি। ভূমি বলেন, আমায় একই ধরনের চরিত্রে ভাবত সবাই। অধিকাংশ ছবিতে আমি ছোট শহরের নারীর চরিত্রে অভিনয় করি। উলেস্নখ্য, 'ভক্ষক' সিনেমায় সর্বশেষ তাকে পর্দায় দেখা গেছে।
\হ