শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

তিন দিনের ফোবানা সম্মেলন

বিনোদন রিপোর্ট
  ১৩ মে ২০২৪, ০০:০০
তিন দিনের ফোবানা সম্মেলন

আগামী ৩০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৩ দিনের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সম্মেলন। এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন সম্মেলনের কনভেনার জাহাঙ্গীর কবীর বাবলু, কমিটির সদস্য ও ট্রেজারার ফিরোজ আহমেদ ও অন্তর শো-বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিন দিনব্যাপী জাঁকালো এ কনভেনশনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ও পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া বাংলাদেশি বিজনেস পারসনদের জন্য রয়েছে আমেরিকাসহ সারা পৃথিবী থেকে আগত বিজনেস পারসনদের সঙ্গে ওপেন ডিসকাশন, বিজনেস আইডিয়া শেয়ার ও বিজনেস এক্সচেঞ্জের অবাধ সুযোগ। কনভেনশনজুড়ে মিউজিক্যাল কনসার্টে থাকবে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা। এতে থাকবে ফ্যাশন শো সেমিনার, কমেডি শো, ট্রেড ফেয়ার বুক ফেয়ার, বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল ও আকর্ষণীয় অনুষ্ঠান। ফোবানার পক্ষ থেকে এ ৩৮তম কনভেনশনের অর্গানাইজ ও সম্পূর্ণভাবে সফল করার দায়িত্বে আছেন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন। এক্সক্লুসিভ ইভেন্ট পার্টনার হিসেবে অন্তর শোবিজ বিগত ১২ বছর ধরে এই ফোবানার সঙ্গে সম্পৃক্ত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে