সা ক্ষা ৎ কা র

সময় স্বল্পতায় নাটকে কাজ করা হচ্ছে না

এ সময়ের অভিনেতা রাশেদ মামুন অপু। 'সিটিবাস' নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। আঞ্চলিক ভাষায় রাশেদ মামুন অপুর পরিচিতি বাড়িয়ে তোলে। নাটকের পর একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। বর্তমানে সিনেমার খলচরিত্রের জন্য নির্ভরযোগ্য অভিনেতা তিনি। অপু পড়াশোনা করেছেন আইন বিষয়ে। বর্তমান ব্যস্ততা ও নানা বিষয় নিয়ে অভিনেতার সঙ্গে কথা বলেন মাসুম বিলস্নাহ্‌ রাকিব

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্তমান ব্যস্ততা কী নিয়ে? রোজার ঈদের পরপরই ব্যস্ততা শুরু হয়েছে কোরবানি ঈদের কাজ নিয়ে। কিছুদিন আগে শিহাব শাহীনের 'গোলাম মামুন' নামে একটা ওয়েব সিরিজের কাজ শেষ করলাম। তার পাশাপাশি পরিচালক মিজানুর রহমান লাভুর 'আতর বিবি' সিনেমার কাজ প্রায় শেষ। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে। কিছুদিন আগে শুরু করলাম এম রহিম পরিচালিত 'জংলি' সিনেমার কাজ। এটাও কোরবানি ঈদে মুক্তি পাবে। আরও কিছু প্রডাকশনের সঙ্গে কথা চলছে। এসব নিয়ে মোটামুটি ভালো ব্যস্ততার মধ্যে আছি। কোরবানি ঈদে কয়টি সিনেমায় আপনাকে দেখা যাবে? এবার কোরবানি ঈদে তিনটি সিনেমায় আমাকে দেখা যাবে। তাছাড়া আমার সেন্সর সার্টিফিকেট পাওয়া ১১টি সিনেমা শেষ করা আছে। এগুলোর মধ্যে কোনটি ঈদে যাবে সঠিক আমি বলতে পারব না। তবে আমার জানা মতে যে তিনটির কথা বললাম সেগুলো ঈদে মুক্তি পাবে। সেই তিনটি সিনেমা হলো- দ্য রাইটার, জংলি, আতর বিবি। নাটকে নিয়মিত হচ্ছেন না কেন? নাটকে নিয়মিত হতে পারছি না, কারণ একের পর এক সিনেমা করতে হচ্ছে। এরপর ওটিটিতেও কাজ করা হচ্ছে, সব মিলিয়ে সময় বের করতে পারছি না। তাছাড়া নাটকের গল্পের চরিত্র পছন্দ হচ্ছে না। যে রকম চরিত্র আমাকে তৃপ্তি দেবে সেই রকম চরিত্র পাচ্ছি না নাটকে। তাই নিয়মিত কাজ করা হচ্ছে না। বর্তমান কোন মাধ্যম এগিয়ে আছে নাটক না চলচ্চিত্র? একদম শুরু থেকেই নাটক আর চলচ্চিত্র তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। নাটক নাটকের জায়গায়। সিনেমা সিনেমার জায়গায়। আসলে এখানে কে এগিয়ে, কে পিছিয়ে সেভাবে আমি দেখি না। আমাদের নাটক তো এখন খুব ভালো কাজ হচ্ছে। নাটকের বাজেট আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। নাটকে তরুণ মেধাবী পরিচালক এসেছে যারা খুব ভালো কাজ করছে। আর আমাদের সিনেমার হলসংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। তবে আমরা আশা করছি ভালো সিনেমার মাধ্যমে আবার হলসংখ্যা বাড়বে। সম্প্রতি ডেডবডি সিনেমা মুক্তি পেয়েছে, এটাতে কেমন সাড়া পাচ্ছেন? ডেডবডি সিনেমা মুক্তির পরে খুব ভালো সাড়া পাচ্ছি। অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করছে। বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করা হচ্ছে। এই সিনেমায় নেগেটিভ চরিত্রে আমাকে নতুনভাবে দেখা যাচ্ছে। এটা খুবই আমার জন্য আনন্দায়ক ও প্রেরণার ব্যাপার। দর্শকদের এমন ভালোবাসাই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কখনো কি পরিচালনায় আসবেন? হঁ্যা। পরিচালনায় অবশ্যই আসব। আমি এখন গল্প নিয়ে ভাবছি, তার মধ্যে বেশ কিছু গল্প বাছাই করেছি। সেগুলোর কাজ আস্তে আস্তে শেষ করছি। তবে পরিচালনায় আসলে ভালোভাবেই আসব। যাতে দর্শক সারা জীবন মনে রাখতে পারে আমি একটি সিনেমা বানাইছি। নিজের ক্যারিয়ার নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? না আমি সন্তুষ্ট না। আর আমি সন্তুষ্ট হতেও চাই না। কারণ অসন্তুষ্ট থেকেই মরে যেতে চাই। সন্তুষ্টির ছোঁয়া হয়তো আমাকে তৃপ্তির ঢেঁকুর তুলে দেবে। আমি শেষ পর্যন্ত অতৃপ্ত থেকেই যেতে চাই। অতৃপ্ত অবস্থায় থাকলে আমার কাজের আগ্রহ আরও বাড়বে। আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব।