আইনি জটিলতায় 'জলি এলএলবি থ্রি'!

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
রাজস্থানের আজমিরে শুরু হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'জলি এলএলবি থ্রি'র শুটিং। তার মাঝেই আইনি সমস্যায় পড়ল ছবিটি। আইনজীবী ও বিচারকদের নিয়ে রসিকতা করার অভিযোগে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির 'জলি এলএলবি থ্রি'র বিরুদ্ধে মামলা দায়ের করল আজমিরের বার অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে ছবিটির শুটিং বন্ধের জন্য আদালতে আবেদন করেছে অ্যাসোসিয়েশনটি। আজমির জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রভান সিং রাঠোর অভিযোগ, এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে রসিকতা করে, ভাবমূর্তি নষ্ট করে। বিচারকদের নিয়ে রসিকতা করার জন্য জলি এলএলবি থ্রির প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে চন্দ্রভান দাবি করেছেন ছবিতে আইনজীবী এবং বিচারকদের 'অনুপযুক্ত'ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটাকে তিনি 'হাস্যকর এবং অশালীন' বলে অভিহিত করেছেন। আজমিরের ডিআরএম অফিসসহ আশপাশের গ্রাম ও এলাকায় জলি এলএলবি থ্রির শুটিং চলছে, যা চলবে বেশ কয়েকদিন। শুটিং বন্ধ করার জন্য সিভিল জজ আজমির নর্থের আদালতে আবেদন করেছে আজমির জেলা বার অ্যাসোসিয়েশন। তারা আদালতকে নোটিশ জারির জন্য অনুরোধ করেছেন। জলি এলএলবি বলিউডের অন্যতম হিট ফ্রাঞ্চাইজি। 'জলি এলএলবি ফিল্মটি ২০১৩ সালে মুক্তি পায় এবং ২০১৭ সালে এর সিকু্যয়াল। ছবির প্রথম কিস্তিতে মূল চরিত্রে দেখা গিয়েছিল আরশাদকে, পরে সেই জায়গা নেন অক্ষয়। তৃতীয়ভাগে একসঙ্গে দুজনকে দেখা যাবে, যা আগে কখনো ঘটেনি। চলতি বছরের ২৯ এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে তৃতীয় কিস্তিতে ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।