ইরানের প্রশংসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদন্ড ও চাবুক মারার রায় দিয়েছেন দেশটির ইসলামিক বিপস্নবী আদালত। এই পরিচালকের আইনজীবীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ভ্যারাইটি ডটকম।
মোহাম্মদ রাসুলফের আইনজীবী বাবাক পাকনিয়া। গত বুধবার মাইক্রোবস্নগিং সাইট এক্সে (টুইটার) জানান, মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদন্ড, চাবুক মারা বা বেত্রাঘাত, জরিমানা ও সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছেন ইরানের ইসলামিক বিপস্নবী আদালত।
সাজার কারণ জানিয়ে আইনজীবী বাবাক পাকনিয়া জানান, রাসুলফের এ সাজার কয়েকটি মূল কারণ রয়েছে। এর মধ্যে হলো প্রকাশ্য বিবৃতি, চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ, যা আদালতের মতে 'দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে'।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আইনজীবী বাবাক পাকনিয়ার বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য পাননি বলে জানানো হয়েছে।