গায়ক থেকে 'খলনায়ক' হচ্ছেন বালাম

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
প্রকাশ্যে এসেছে আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমার ফার্স্টলুক পোস্টার। যেখানে শুভর মুখাবয়বের পেছনে আছেন ঝাঁকড়া চুলের আরেকজন। কে তিনি এমন প্রশ্ন অনেকেরই ছিল। এবার খোঁজ পাওয়া গেল সেই ব্যক্তির। আর এটা অন্য রকম চমক হিসেবে থাকছে গান ও সিনেমাপ্রেমীদের জন্য। কারণ সেই ব্যক্তিটি হচ্ছে সঙ্গীতশিল্পী বালাম জাহাঙ্গীর। দীর্ঘ বিরতির পর যিনি 'প্রিয়তমা' ছবির 'ও প্রিয়তমা গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। তার গাওয়া 'রাজকুমার' গানটিও প্রশংসিত। শোনা যাচ্ছে, 'নীলচক্র' সিনেমাতে তাকে খলনায়ক চরিত্রে দেখা যাবে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউই। এ ব্যপারে বালাম বলেন, 'কী করেছি, এখনই কিছু বলতে চাই না। তবে এমন কিছু হয়েছে, যা আগে হয়নি। দেখা যাক, সবাই অপেক্ষা করি।' পরিচালক মিঠু খান জানালেন, 'ছবির একটি চরিত্রে একজন সঙ্গীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব। বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়।' আরও বললেন, 'চরিত্রটি নিয়ে আমরা তিন মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ে সময় মনে হয়েছে, আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি।' সঙ্গীতজীবনে বালামকে ছোট পর্দায় টুকটাক দু-একটি নাটকে দেখা গেছে। কখনো আবার স্ত্রীসহ টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন তিনি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত 'নীলচক্র' সিনেমাটি যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। ছবিতে আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে 'কাজলরেখা'খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। সম্প্রতি বালাম আর কোনালের গাওয়া 'ও প্রিয়তমা' গানটি দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শক যে এই গানকে পছন্দ করেছে তা বোঝা যায় গানের ভিউ দেখলেই। মাত্র তিন মাসে দুটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই গানটি শোনা হয়েছে ১০০ মিলিয়নবার। অর্থাৎ গানটি পৌঁছে গেছে ১০ কোটির ক্লাবে। জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো গান এত কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি! ইউটিউব চ্যানেল টাইগার মিডিয়া ৮ কোটি ১৮ লাখ এবং দ্য অভি কথাচিত্র ১ কোটি ৯০ লাখের বেশি দেখা হয়েছে। শুধু তাই নয়, 'ও প্রিয়তমা' গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গেস্নাবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ, যা টানা দেড় মাস ছিল। 'ও প্রিয়তমা' লিখেছেন আসিফ ইকবাল, সুর-সঙ্গীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম। যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোমান্টিক ধাঁচের এ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার ইধিকা পাল।