টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল আর নেই

প্রকাশ | ০৭ মে ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
পুরস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। হলিউডের জনপ্রিয় সিনেমা 'টাইটানিক' ও 'লর্ড অব দ্য রিংস' খ্যাত অভিনেতা ছিলেন তিনি। ৭৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন টাইটানিকের ক্যাপ্টেন চরিত্রে অভিনয় করা গুণী \হএই শিল্পী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। খবরে বলা হয়েছে, বার্নার্ডের নিজস্ব এজেন্ট লু কাউলসন গতকাল গণমাধ্যমে এই মৃতু্যর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া ওই অভিনেতার ব্যবস্থাপনা সংস্থা অপটিমিজম এন্টারটেইনমেন্টও একটি বিবৃতিতে বলেছে, হিল একজন সত্যিকারের ভদ্রলোক এবং অত্যন্ত প্রতিভাবান শিল্পী। বার্নার্ড দ্য লর্ড অব দ্য রিংস সিরিজে রাজা থিওডেনের ভূমিকায় অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া ১৯৯৭ সালের অস্কার বিজয়ী চলচ্চিত্র টাইটানিক-এ ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের ভূমিকায় অভিনয় \হকরেছিলেন প্রতিভাবান এই শিল্পী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়জন এবং অসংখ্য ভক্তরা তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন। বার্নার্ড হিল 'টাইটানিক' ও 'লর্ড অব দ্য রিংস' সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপটেন অ্যাডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পৃথক দুটি চরিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন বার্নার্ড হিল। এ অভিনেতা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা।