বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

প্রেমের শরবত নিয়ে হাজির হলেন কর্নিয়া

বিনোদন রিপোর্ট
  ০৬ মে ২০২৪, ০০:০০
প্রেমের শরবত নিয়ে হাজির হলেন কর্নিয়া

ঢাকার জ্যাম বরাবরই অসহ্য, এবার তাতে যুক্ত হলো গরমটাও। এমন পরিস্থিতিতে নগরবাসী যখন নাকাল, তখন যেন প্রেমের শরবত নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী কর্নিয়া!

গত ৩ মে অন্তর্জালে প্রকাশ হয়েছে 'ঢাকাতে জ্যাম' শিরোনামের একটি চোখ-ধাঁধানো গানচিত্র। যাতে নেচে-গেয়ে একেবারে মাত করে দিলেন কর্নিয়া। জানালেন, ঢাকাতে জ্যাম নাকি তারই কারণে! যার পুরো ব্যাখ্যা মিলছে দৃষ্টিনন্দন ভিডিওজুড়ে।

গানটির জন্ম হয়েছেও ঢাকার জ্যামে আটকা পড়ে! কর্নিয়া জানান, সুরকার অম্স্নান চক্রবর্তী থাকেন কলকাতায়। একবার ঢাকায় এসে তিনি লম্বা সময় জ্যামে আটকা পড়েন। তখনই নাকি তার মাথায় এমন একটি গান তৈরির পরিকল্পনা মাথায় ঢোকে। এরপর গানের দুই শিল্পী কর্নিয়া ও জুয়েল মোর্শেদ জু এবং গীতিকার সুদীপ কুমার দ্বীপের সঙ্গে হয় বৈঠক। তৈরি হয় পুরো গান।

কর্নিয়ার ভাষায়, ''গানটির অডিও তৈরি হয়েছে তাও বেশ আগে। এরমধ্যে এটি আমি বিভিন্ন স্টেজে আর লাইভ শোতেও গেয়েছি। ভালো সাড়া পাচ্ছিলাম। প্রচুর মানুষ বলতেন, 'গানটা বেশ মজার। এর ভিডিও কবে আসবে'। অবশেষে মানুষের আগ্রহে আর কর্নিয়া গ্যাংয়ের চেষ্টায় গানটির ভিডিও-অডিও প্রকাশ হলো।''

প্রকাশের পরেও দারুণ সাড়া পাচ্ছে বলে জানান কর্নিয়া। ভিডিওটি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস সংকর। এতে কর্নিয়া ছাড়াও মডেল হিসেবে কাজ করেছেন নাফিসা প্রোনোমি, শিশির সর্দার, আপন ও মানিক রানা।

গানটির ভিডিও নির্মাণ প্রসঙ্গে কর্নিয়া বলেন, 'এই গানটি আমি অনেক শখ করে মনের মতো তৈরি করার চেষ্টা করেছি। চাইলে অন্য ব্যানারে দিতে পারতাম। তা না করে নিজেই এটি প্রযোজনা করেছি, নিজের চ্যানেলে প্রকাশ করেছি। কারণ এই গানটি আমার অনেক আপন। আমি যেহেতু স্টেজ শো বেশি করি, তাই এমন একটা ড্যান্সিং মুডের গান করতে চাইছিলাম অনেকদিন ধরে। সেটি এবার হলো। দারুণ সাড়া পাচ্ছি।'

'ঢাকাতে জ্যাম' গানের ভিডিও শুটিং হয়েছে ঢাকার বেশ কয়েকটি সড়কে। এর মধ্যে রয়েছে গুলশান, তেজগাঁও, বসুন্ধরা আবাসিক ও মিরপুর। ফলে 'কালারফুল ঢাকা' বিষয়টিও উঠে এসেছে এই গানচিত্রের মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে