শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

রকের আচরণ পেশাদার নয়

বিনোদন ডেস্ক
  ০৩ মে ২০২৪, ০০:০০
রকের আচরণ পেশাদার নয়

বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। আলোচিত এ অভিনতো ও কুস্তিগির 'দ্য রক' নামেই বিশ্বব্যাপী পরিচিত। রেসলিংকে এক প্রকার বিদায় জানিয়ে গত দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় নিজের অ্যাকশন কারিশমা দিয়ে বুঁদ করে রেখেছেন তিনি।

শুধু অ্যাকশন কারিশমা দিয়ে দর্শককে মাতিয়েই রাখেননি, ডোয়াইন জনসন তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাও। তবে তিনি যত বড় অভিনেতাই হোন না কেন, তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, নতুন সিনেমা রেড ওয়ানের শুটিং সেটে প্রায়ই দেরি করেন রক। এমনকি একদিন ৮ ঘণ্টাও দেরি করেছেন বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

একটি মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, অ্যামাজন স্টুডিওজ থেকে নির্মিত হচ্ছে রেড ওয়ান সিনেমাটি। সান্তা ক্লজকে নিয়ে পারিবারিক ধারার এই ছবিটি তৈরি হচ্ছে। দাবি করা হয়েছে, রক কোনো দিন পুরো দিন কাজ করেননি। ২০২২ সালের অক্টোবর থেকে গত বছর ফেব্রম্নয়ারি পর্যন্ত এর কাজ হয়েছে। কিন্তু তার আচরণ পেশাদার ছিল না।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রকের উপস্থিতি আর এই আচরণের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে বহুগুণ। তবে রকের পক্ষ থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে