জনপ্রিয়তার কথা চিন্তা করিনি :কোনাল

প্রকাশ | ০১ মে ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
মিউজিক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল। কারও কারও মতে, এই মুহূর্তে দেশের এক নম্বর ফিমেল শিল্পীর নামও কোনাল। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া 'রাজকুমার' সিনেমার টাইটেল গান দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন মিষ্টি সুরেলা কণ্ঠের এই শিল্পী। এর বাইরে ঈদের আরেকটি সিনেমার জন্যও গান গেয়েছেন কোনাল। সিনেমা, নাটক ও অডিওতে সমানভাবে কাজ করে যাচ্ছেন। সাম্প্র্রতিক সময়ে তার গাওয়া একের পর এক গান শ্রোতাপ্রিয় হচ্ছে। বিশেষ করে পেস্ন-ব্যাকে ধারাবাহিকভাবে সফলতা তুলে নিয়েছেন এ গায়িকা। এর মধ্যে শাকিব খান-ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা' সিনেমায় বালাম-কোনালের গাওয়া 'ও প্রিয়তমা' গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে গানটির ভিউ ১৫ কোটি ২০ লাখেরও বেশি। শুধু তাই নয়, গানটি নতুন ইতিহাসও তৈরি করেছে। মুক্তির কিছুদিনে গেস্নাবাল টপ চার্টে জায়গা করে নেয়, যা এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম গান হিসেবেই আছে। এর বাইরে 'সুরমা সুরমা', 'মেঘের নৌকা', 'রাজকুমার' গানগুলোর মাধ্যমেও শ্রোতাপ্রিয়তা পেয়েছেন এ শিল্পী। এদিকে কোনালের গাওয়া ১০টি গান এরই মধ্যে ইউটিউবে কোটির ঘর পার করেছে। গানগুলো হলো- 'বন্ধু', 'আমি পারবো না তোমার হতে', 'আগুন লাগাইলো', 'তুমি আমার জীবন', 'মিস বুবলী', 'পাই না তোকে', 'মেঘের নৌকা', 'সুরমা সুরমা', 'ও প্রিয়তমা' এবং 'রাজকুমার'। সিনেমার গানে পরিচালক-প্রযোজকদের আস্থায় পরিণত হয়েছেন। এ ব্যাপারে কোনাল বলেন, এটা অনেক বড় ব্যাপার। তবে এটি রাতারাতি ঘটেছে তেমনটা নয়। ১৫ বছরের একটা দীর্ঘ জার্নি আমার। ধীরে ধীরে শ্রোতারা আমার গান পছন্দ করেছেন। ধৈর্য ধরে আমি শুধু গানের সাধনাটাই করে গেছি। জনপ্রিয়তার কথা চিন্তা করিনি। আসলে শ্রোতারা গানগুলো গ্রহণ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। আমি সব সময় আমার গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক, পরিচালকদের কাছে কৃতজ্ঞ। আমার যে ১০টি গান কোটি ছাড়িয়েছে, এত শ্রোতাপ্রিয়তা পেয়েছে, সেই সাফল্য আমার একার নয়, পুরো টিমের। সত্যি বলতে সিনেমার গানে কাজ করাটা আশীর্বাদের। কারণ সবার দ্বারা পেস্ন-ব্যাক সম্ভব হয় না। কোনাল বলেন, আমি এখনো সিনিয়রদের থেকে শেখার চেষ্টা করি। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কনকচাঁপাদের মতো শিল্পীদের এক্সপ্রেশন, গায়কি- সব কিছুর মধ্যেই আমি শিখি। আজীবন এই শেখাটা চলবে। নতুন কাজ প্রসঙ্গে কোনাল বলেন, বেশ কিছু চমক অপেক্ষা করছে। খুব দ্রম্নতই শ্রোতারা তার সম্পর্কে জানতে পারবেন।