বাগদাদের রাস্তায় গুলি করে মারা হলো সোশাল মিডিয়া তারকা ওম ফাহাদকে। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজ। যাতে কালো পোশাকপরা এক ব্যক্তিকে গুলি চালিয়ে ফাহাদকে খুন করতে দেখা যাচ্ছে। ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। সোশাল মিডিয়ায় লক্ষাধিক ফলোয়ার রয়েছে তার। অনুরাগীদের জন্য নিয়মিত ভিডিও শেয়ার করতেন ফাহাদ। কখনো তা নাচ বা গানের ভিডিও তৈরি করতেন, আবার কখনো শেয়ার করতেন শপিং করার এবং ভালো খাবার খাওয়ার ভিডিও। নিজের মতামতও শেয়ার করতেন সোশাল মিডিয়ার তারকা। জানা গিয়েছে, গত শুক্রবার তাকে বাগদাদের রাস্তায় খুন করা হয়। তবে বিষয়টি আলোচনায় এসেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর।
ফুটেজে দেখা যায় একটি কালো গাড়িতে ছিলেন ওম ফাহাদ। আচমকা বাইকে করে আততায়ী আসে। এমন জায়গায় বাইকটি রাখে যাতে সে ফাহাদের নজরে না পড়ে। বাইক থেকে নেমে সন্তর্পণে গাড়ির অবস্থান দেখে নেয় আততায়ী। চোখের পলকে গাড়ির সামনে চলে যায় সে। খুব কাছ থেকে সোশাল মিডিয়া তারকাকে গুলি করে খুন করে। মৃতু্য নিশ্চিত করেই বাইক নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় বাগদাদে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। উলেস্নখ্য, গত বছরের ফেব্রম্নয়ারিতে ফাহাদের বিরুদ্ধে ভিডিওর মাধ্যমে অশালীন বক্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছিল। এর জন্য তাকে ছ'মাসের হাজতবাসের সাজা দিয়েছিল আদালত। তা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। শুধু তাই নয়, আরও কয়েকজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও নাকি এই একই কারণে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন।