শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

বিনোদন রিপোর্ট
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

গত ২৩ এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। শিল্পী সমিতির কয়েকজন এতে অংশ নেন। হামলায় আহত হন ১০ জন বিনোদন সাংবাদিক। এ জন্য এদিনকে চলচ্চিত্রের 'কালো দিবস' হিসেবে ঘোষণা দিয়েছেন বিনোদন সাংবাদিকরা। গত বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।

এদিকে সাংবাদিকদের সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনায় ইতোমধ্যে দু'জন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। হামলার নেতৃত্ব দেওয়া ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ করায় জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। গত বুধবার রাতে এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় শিল্পী সমিতির তরফ থেকে জানানো হয়, অভিনেতা শিবা শানু ও সুশান্তকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ন্যক্কারজনক এই ঘটনার দিন ২৩ এপ্রিলকে 'কালো দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা। প্রতিবছর এই তারিখে সাংবাদিকরা কোনো সিনেমার খবর প্রকাশ করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে