না ফেরার দেশে অভিনেতা রুমি

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
মাস খানেক আগেই খবর আসে, তিনি হাসপাতালে ভর্তি। লড়ছেন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে। দোয়া চেয়েছিলেন সবার কাছে। সুস্থ হয়ে আবারও অভিনয়ের বর্ণিল জীবনে ফেরার ইচ্ছেটাও ছিল মনে। কিন্তু না, সেই ইচ্ছে আর পূরণ হয়নি। না ফেরার দেশেই পাড়ি জমালেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। গতকাল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অলিউল হক রুমি। খবরটি নাট্য জগতের অনেক অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল মারফত নিশ্চিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। অভিনেতা জিয়াউল হক অপূর্ব সকাল ৮টার দিকে বলেছেন 'টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মৃতু্যবরণ করেন। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই তার জন্য দোয়া করবেন।' অভিনেতা হিসেবে যেমন দর্শকপ্রিয় ছিলেন রুমি, তেমনি শোবিজ পাড়ায় তার হাসিখুশি মেলামেশার কথা সবারই জানা। সজ্জন এই মানুষটির চলে যাওয়ায় তাই শোকের মাতম বইছে বিনোদন পাড়ার সবার মনে। এক মাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন। অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। ১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের 'এখনো ক্রীতদাস' নাটকের মধ্য দিয়ে। একই বছর 'কোন কাননের ফুল' নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে 'দরিয়াপাড়ের দৌলতি' চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ ক'টি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে তার অভিনীত 'বকুলপুর' নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন। বরগুনায় জন্ম অলিউল হক রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি।