শিল্পী সমিতির ভোট কেমন হচ্ছে, যা বললেন ঝন্টু

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেলোয়ার জাহান ঝন্টু
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে। শিল্পী আগামী দিনের জন্য তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছে। গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলে এ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের এক ফাঁকে নির্বাচন কেমন হচ্ছে, এ প্রসঙ্গে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, এবারের নির্বাচনের পরিবেশ খুব সুন্দর। আশা করি, নির্বাচনে কোনো গন্ডগোল হবে না। ভোটারের চেয়ে পুলিশ বেশি। এজন্য গতবারের চেয়ে এবার নিরাপত্তা বেশি। শুনেছি প্রধানমন্ত্রীর আদেশে এবার নির্বাচনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা রয়েছে। ভোটর উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন ভোটার উপস্থিতি কম হলেও পরে সবাই ভোট দিতে আসবে। প্রয়োজনে যারা প্রার্থী, তারা ভোটারদের টেনে নিয়ে আসবে। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে ঠাঁই পেতে এবারের নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে আছেন নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহ-সভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া। নিপুণের প্যানেল থেকে হেলেনা জাহাঙ্গীরসহ শিল্পীরা অংশ নিচ্ছেন।