বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে কে বা কারা ফাঁকা গুলি ছুড়েছে। গত রোববার এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। গুলি ছুড়ার ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার, ভক্তরা ও বলিউড পাড়া। এমন অভিজাত এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ভোর পাঁচটা নাগাদ মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে'র বাইরে মোটর সাইকেলে করে এসে দুষ্কৃতকারিরা কয়েক রাউন্ড গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলি চলার সময় বাড়িতেই ছিলেন বলিউড ভাইজান।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার নেতা একনাথ শিন্ডে। মুম্বাই পুলিশকে দ্রম্নত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, 'প্রিয় মুম্বাই পুলিশ, দ্রম্নত হামলাকারী ও এর মূল হোতাদের গ্রেপ্তার করুন। কী ঘটছে মুম্বাইতে? কোথায় নিরাপত্তা!