মন ভালো নেই পুজার
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
সম্প্রতি মাতৃবিয়োগে মন ভালো নেই চিত্রনায়িকা পুজা চেরির। তার ওপর এই ঈদে পুজা অভিনীত 'লিপস্টিক' সিনেমাটি খুব বেশি হল পায়নি। এ জন্য তিনি 'সিনেমার রাজনীতি'কে দায়ী করেছেন। এ সব মিলিয়ে মন ভালো নেই পুজার। জাতীয় একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। অথচ সারা দেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
এবার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা সর্বশেষ কোন ঈদে এতে বেশিসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে স্মরণ করতে পারছেন না। এটি একটি রেকর্ড! যদিও এর নেতিবাচক দিক নিয়েই সমালোচনা হচ্ছে বেশি। ঈদের ছবি মুক্তি নিয়েও হয়েছে রাজনীতি। এ প্রসঙ্গে পুজা আক্ষেপ প্রকাশ করে বলেন, 'কেউ কেউ যখন নির্দিষ্ট করে কোনো কোনো হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হলমালিককে বলেন, 'আমার সিনেমার জন্য এই হল দিতেই হবে', হলমালিক দিতে বাধ্য। এমন ঘটনা এবার ঘটেছে।'
পুজার ভাষ্য অনুযায়ী এতেই পিছিয়ে পড়েছে 'লিপস্টিক'। এতে যে নিজেদের সিনেমার ক্ষতি হচ্ছে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এভাবে ভালো সিনেমার পথ রুদ্ধ হলে, কীভাবে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে? প্রশ্ন রেখে এই অভিনেত্রী আরো বলেছেন, সিনেমায় নোংরা রাজনীতি ঢুকে গেছে!
'লিপস্টিক' সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন পুজা চেরি। স্টার সিনেপেস্নক্সে কোনো শো না থাকলেও বস্নকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ আটটি হলে মুক্তি পেয়েছে ছবিটি।
ঈদে সিনেমা মুক্তি পেলে দর্শক রেসপন্স জানতে, ভক্তদের সঙ্গে আনন্দ শেয়ার করতে অনেক নায়ক-নায়িকা সিনেমা হলে যান। কিন্তু এবার সিনেমা হলে যাননি পুজা চেরি। সব মিলিয়ে মন খারাপ করে ঈদের সময়টুকু তার বাড়িতেই কেটেছে।
তবে আশার কথা হলো, হল কম পেলেও 'লিপস্টিক' নিয়ে নেতিবাচক মন্তব্য নেই। দর্শক সিনেমাটির প্রশংসা করছেন। বিষয়টি উলেস্নখ করে পুজা বলেন, সিনেমাটি নিয়ে আমার আত্মবিশ্বাস ছিল। কাজটি ভালো হয়েছে। কনটেন্টে জোর আছে।