তারকাবহুল ঈদের নাটক
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
মাসুম বিলস্নাহ রাকিব
ঈদ মানেই টিভিতে নাটক প্রচারের হিড়িক। আগে সেটা টিভিতে সীমাবদ্ধ থাকলেও এখন তার বিস্তৃতি অনলাইনেও ছড়িয়েছে। বিভিন্ন পস্ন্যাটফর্মে প্রকাশ হচ্ছে তরতাজা নাটক। নির্মাতা এবং অভিনেতারাও তাই মিলেমিশে দর্শকদের জন্য নতুন গল্পের নাটক তৈরিতে ব্যস্ত থাকেন। এবার ঈদেও চ্যানেল ও অনলাইন পস্ন্যাটফর্মে ছয় শতাধিক ঈদের নাটক প্রচার হবে।
এসব নাটকের বেশির ভাগই প্রচারিত হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। ঈদের নাটকে অভিনয় করতে দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আরশ খান, জাহের আলভী, তানজিন তিশা, সাফা কবির, সাবিলা নূর, সালহা খানম নাদিয়া, হিমি, সামিরা খান মাহি, কেয়া পায়েল, তানহা তাসনিয়া, তটিনী, নীহা, সাদিয়া আয়মান, তানিয়া বৃষ্টিরা ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক নিয়ে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, জাকিয়া বারী মম, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খানরাও থাকবে বৈচিত্র্যময় চরিত্রে। তবে এবার নাটকে দেখা মিলবে না আফরান নিশো, মেহজাবীন চৌধুরীর মতো তারকাদের। দু-একটি স্পেশাল গল্পে দেখা দিতে পারেন অপূর্ব।
জানা গেছে এবার ঈদে মোশাররফ করিম ও তানহা তাসনিয়া ৯টি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। একই জুটির এক ঈদে ৯ নাটকে অভিনয় করা একটি বিরল রেকর্ড। ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। নাটকগুলো হলো- আল আমিন স্বপন রচিত 'বাড়ি গাড়ি নারী', 'বউ সেটিং', 'আমি নার্ভাস', 'ফরেন লাভার', সুজিত বিশ্বাস রচিত 'স্বপ্ন যাবে বাড়ি', 'পাওনাদার', 'চিরকুমার সংরক্ষণ', 'সত্য বলিতে চাই' এবং হারুন রুশার রচনায় 'চাকরিজীবী বউ'। নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, এরই মধ্যে নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। একই জুটি নিয়ে একজন নির্মাতা ৯টি নাটক পরিচালনা করলেও এতে গল্প ও চরিত্রের বৈচিত্র্যতা রয়েছে। এ বিষয়ে তানহা তাসনিয়া বলেন, 'এবার ঈদে আমার অভিনীত নাজমুল রনির পরিচালনায় সাত পর্বের সিরিজ 'মিশন ফয়েজ লেক'সহ ১০টি নাটক প্রচার হবে। সবগুলোতেই আমি মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। কোনো উৎসব উপলক্ষে একজন অভিনেতার বিপরীতে এতগুলো নাটকে জুটি হয়ে কাজ করা দারুণ ব্যাপার আমার জন্য। বলা চলে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা। মোশাররফ করিম ভাই আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করা সব সময়ই আমার জন্য স্পেশাল।'
মোশাররফ করিম বলেন, 'ঈদের মতো উৎসবে একটা জুটির ৯টি নাটক প্রচার হবে, এটা উলেস্নখযোগ্য ব্যাপার।'
টিভি নাটকের এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে হলো তানজিম সাইয়ারা তটিনীর এবারের ঈদে তার নাটকের সংখ্যা গতবারের চেয়ে কম হলেও ডজনখানেক নাটক প্রচারে আসার সম্ভাবনা রয়েছে। এ অভিনেত্রী জানান, ঈদের নাটকের জন্য খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে। নাটকের শুটিংয়ের জন্য ঢাকার বাইরে গিয়ে শুটিং করতে হচ্ছে। আউটডোরে শুটিং করতে একটু বেশিই কষ্ট হয়। তবুও তো ঈদের কাজগুলো শেষ করতে হবে। এবারের ঈদের কাজগুলো খুব ভালোভাবে করেছি। সবগুলো কাজই গল্পনির্ভর কাজ।
আরেক ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। এবার ঈদের ৬-৭টা নাটকে দেখা যাবে। আগের চেয়ে নাটকের সংখ্যা কমিয়ে দিলেও এবার ঈদে খুব ভালো মানের কাজ নিয়ে হাজির হবে দর্শকের সামনে।
আরেক তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদে তার ১০টির মতো নাটক প্রচারে আসবে। 'প্রায় মাসখানেক সময় ধরে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এর মধ্যে সব কটি নাটকের শুটিং শেষ প্রায়।'
সময়ের আলোচিত জুটি নিলয়-হিমি। এবারও তারা একসঙ্গে বেশ কিছু নাটক নিয়ে আসছেন ঈদে। এ ছাড়া পৃথকভাবেও দেখা যাবে তাদের। হিমি জানান ঈদের নাটকের জন্য খুব ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে বেশ কিছু নাটকে তাকে দেখা যাবে। প্রতিদিন শুটিং করতে হয়। এবার ঈদের নাটকগুলো ভিন্ন গল্পের। দর্শকরা ভালোভাবে উপভোগ করতে পারবে।
এদিকে ফারহান আহমেদ জোভানকে দেখা যাবে অনেকগুলো নাটকে। এই ঈদে বেশ কিছু সুন্দর গল্পের কাজ করতে যাচ্ছেন তিনি। তৌসিফ মাহবুব হাজির হতে পারেন ১৫টির বেশি নাটকে। এর কিছু নাটকের কাজ আগে শেষ করা। হালের ক্রেজ অভিনেতা মুশফিক আর ফারহানও চমক নিয়ে হাজির হবেন। এবার ঈদে ফারহানকে ১২ থেকে ১৫টা নাটক দেখা যেতে পারে।
এবার ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। একক নাটকের মধ্যে-রাশেদ সীমান্ত-অহনা অভিনীত নোয়াখালীর জামাই বরিশালের বউ, জোভান-পড়শীর প্রথম ভালোবাসা, নিলয়-হিমির আদরে থেকো, খায়রুল বাসার-তটিনীর তোমার জন্য মরতে পারি, ফারহান-মাহির ফল ইন ফাইট, তৌসিফ-তানজিন তিশার বরযাত্রী, মোশাররফ করিম-তানহা তাসনিয়ার বউ সেটিং, তৌসিফ-তটিনীর মায়াবতী, ঈয়াশ রোহান-তটিনীর শেষ কিছুদিন, জোভান-সাদিয়া আয়মানের তবুও আমার হও, রাশেদ সীমান্ত-মায়মুনার ফান্দে পড়িয়া জামাই কান্দে, খায়রুল বাসার-সাদিয়া আয়মানের মন জড়াবো তোরই ঘরে, নিলয়-সাফা কবিরের প্রথম প্রেম এবং নিলয়-হিমির শ্বশুরবাড়ির আপ্যায়ন।
ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- রুপক বিন রউফের পরিচালনায় আরফান আহমেদ, মৌটুসী বিশ্বাস, আল মনসুর অভিনীত আমি মানুষ, ফরিদুল হাসান পরিচালিত মিঠু, মিহি, আনন্দ খালেদ অভিনীত পাঁচ টন, আহমেদ আজিম টিটুর পরিচালনায় সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ অভিনীত, হৃদয়ে তুমি, অনন্য ইমনের পরিচালনায় ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম অভিনীত সাহেব বিবি গোলাম এবং তারিক মুহাম্মদ হাসান পরিচালিত শিপন মিত্র, আঁচল আখি, মানসী প্রকৃতি অভিনীত কুবের মাঝি।
ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো-
জাহিদ হাসান-অর্ষা অভিনীত দুই জামাই, আরফান আহমেদ-মিহি অভিনীত ড্যাম কেয়ার, রাশেদ সীমান্ত-অহনার জামাই বাজার-৩, শশী-আ খ ম হাসান- শামীম জামান অভিনীত ভাগ্যবিবি, মিশা-অনন্যা অনু অভিনীত সিঁড়ি, পাভেল-শাকিলা পারভিন অভিনীত ভন্ড প্রেমিক এবং শিরিন শিলা-শিপন মিত্র অভিনীত পরিবানু।
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। ঈদের আগের দিন রাত ৯টায় প্রচারিত হবে হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটক 'চাঁন রাতের মেহমান', ঈদের দিন থাকছে নূরুদ্দিন জাহাঙ্গীরের মূল গল্পে আকরাম খানের নাট্যরূপে ও পরিচালনায় এবং আব্দুলাহ আল মামুনের প্রযোজনায় 'গোলাপের সুবাস', ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এবং নাসির উদ্দিনের প্রযোজনায় নাটক 'যৌবন'। ঈদের তৃতীয় দিন থাকছে মোস্তাক আহমেদের মূল গল্পে পান্থ শাহরিয়ারের রচনা ও পরিচালনায় এবং শাহজামান মিয়ার প্রযোজনায় নাটক 'নীলাভ'। এবার ঈদে চ্যানেল আই প্রচার করবেন ১৩ টেলিছবি, ১৫ নাটক।