প্রতি ঈদেই সিনেমা মুক্তির প্রতীক্ষায় থাকেন দর্শকেরা। হলগুলোতে রীতিমতো উপচে পড়া ভিড় দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডজন খানেক সিনেমা। এর মধ্যে অন্যতম মুক্তি প্রতীক্ষিত রাজ-বুবলীর সিনেমা 'দেয়ালের দেশ'।
গত ২৩ মার্চ মুক্তি পায় 'দেয়ালের দেশ' সিনেমার টিজার। সিনেমার প্রথম ঝলকেই দর্শকদের নজর কাড়ে রাজ-বুবলী। শুধু তাই নয়, সিনেমাটির টিজারটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার মুক্তি পেল সিনেমার প্রথম গান।
শনিবার বিকালে মুক্তি পেয়েছে 'দেয়ালের দেশ' সিনেমার প্রথম গান 'বেঁচে যাওয়া ভালোবাসা'। টিজারের মতোই রাজ-বুবলী অভিনীত সিনেমার প্রথম গানেও মুগ্ধ নেটদুনিয়া।
রোহিত সাধু খাঁনের কথায় গানটির সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। 'বেঁচে যাওয়া ভালোবাসা' গানটি গেয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। গানটিতে রাজ-বুবলীর প্রেমের রসায়ণের চিত্র ফুটে উঠেছে। কখনও তারা পাবলিক বাসে, কখনও সড়কে, কখনও আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন এই জুটি।
কিন্তু সেই প্রেমে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা ও মৃতু্য! যার রহস্য লুকিয়ে আছে 'দেয়ালের দেশ' সিনেমায়। ঈদে মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমার টিজার, গান প্রকাশ্যে এলেও সমালোচকদের মতামত অনুযায়ী এগিয়ে আছে 'দেয়ালের দেশ' সিনেমাই।
প্রসঙ্গত, সরকারি অনুদানে নির্মিত হয়েছে 'দেয়ালের দেশ'। এটি নির্মাণ করেছেন পরিচালক মিশুক মনি। সিনেমায় রাজ-বুবলী ছাড়া আরও রয়েছেন্ত আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।