গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী
কোয়েল মলিস্নক। 'মিতিন মাসি' সিরিজের শুটিং করতে গিয়ে
আহত হন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, গতকাল নেপালগঞ্জে 'মিতিন মাসি' সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মলিস্নক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে পস্নাস্টার করে দেন।
২০১৯ সালে মুক্তি পায় 'মিতিন মাসি'। গত বছর মুক্তি পায় এ
সিরিজের দ্বিতীয় পার্ট 'জঙ্গলে মিতিন মাসি'। এবার নির্মিত হচ্ছে 'একটি খুনির সন্ধানে'।
সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'মিতিন মাসি' সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ। মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মলিস্নক।
অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণের কাজ হবে।