অবশেষে বিজেপি প্রার্থী হচ্ছেন মোদিভক্ত কঙ্গনা
প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত যতই বিতর্ককে উসকে দিন না কেন রাজনৈতিক বিশ্বাস থেকে তিনি যে বিজেপির আদর্শের মানুষ সেটা সবাই জানেন। এ ক্ষেত্রে তার কোনোই খামতি নেই। সেটা হয়ত মোদিরও অজানা নয়। তাই তো মোদিভক্ত হিসেবে পরিচিত কঙ্গনাকে এবার পুরস্কার দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় চমক হিসেবে নাম রয়েছে তার। এই টিকিট পাওয়ার ক্ষেত্রে কঙ্গনা বিজেপির পঞ্চম তালিকায় রয়েছেন। গত রোববার রাতে পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে বিজেপি। এতে দেখা যায়, হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে পদ্মফুলের হয়ে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কঙ্গনা। তালিকার সবচেয়ে বড় চমকই অভিনেত্রী কঙ্গনা। বরুণ গান্ধিকে হটিয়ে এই পঞ্চম স্থান দখল করেছেন তিনি। দলটি টিকিট দিল না সাবেক সেনাপ্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংকেও। এখন কঙ্গনা মোদির মুখ কতটা রক্ষা করতে পারবেন সেটা বোঝা যাবে মাঠের লড়াইতেই।
১১১ জন প্রার্থীর মধ্যে বরুণের মা মানেকা গান্ধীর নাম অবশ্য আছে উত্তর প্রদেশের সুলতানপুর আসনে। তরুণ স্বতন্ত্র হিসেবে লড়বেন নাকি কংগ্রেসে যোগ দেবেন, সেই
জল্পনা শুরু হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপির সমর্থনে কথা বলতে দেখা গেছে কঙ্গনাকে। তখন থেকেই অনেকেই অনুমান করেছিলেন হয়তো রাজনীতিতে পা রাখতে চলেছেন তিনি। অবশেষে সেই জল্পনা সত্যি হল।
গত কয়েক বছর ধরে কঙ্গনা যত না পর্দায় ছিলেন, তার চেয়ে বেশি ছিলেন সমাজমাধ্যমে। কঙ্গনাকে নিয়ে তেমনটাই বলে থাকেন নিন্দুকেরা। বলিউডের কে কোথায় কী করেছেন, কী বলছেন সবই প্রায় তার নজরে থাকে। জানার পর যে মুখে কুলুপ আঁটেন কঙ্গনা, তা-ও নয়। সেই বিষয়টি নিয়ে সরব হন।