ইফতারের ঐতিহ্য নিয়ে ৪টি চলচ্চিত্র

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
ইফতারি নিয়ে ওটিটি পস্ন্যাটফর্ম 'দীপ্ত পেস্ন' বিশেষ আয়োজন করেছে। যার মাধ্যমে রয়েছে ইফতারি নিয়ে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছোট ছোট গল্পে রমজানের চার সপ্তাহে ধারাবাহিকভাবে অবমুক্ত হতে যাওয়া এই স্বল্পদৈর্ঘ্যগুলোতে থাকবে ইফতারির ঐতিহ্য ও প্রজন্মের ভেতর বোঝা-না বোঝার টানাপড়েনও। ইফতারের ঐতিহ্য এবং আবেদনগুলো নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রগুলো। ইফতারের ঐতিহ্য তুলে ধরতে এর নির্মাণে সহায়তা করেছে কোকাকোলা। রমজানের চার সপ্তাহে চারটি শর্ট ফিল্ম প্রচার করা হবে 'দীপ্ত পেস্ন' পস্ন্যাটফর্মে। ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে অবমুক্ত হতে যাওয়া এই শর্টফিল্মগুলোতে থাকবে ইফতারের ঐতিহ্য এবং প্রজন্মের ভেতর বোঝা না-বোঝার বিষয়। নতুন ধরনের এ কাজগুলো দর্শক হৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত পেস্ন'র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, যেকোনো ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি। স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। শিগগিরই দীপ্ত পেস্নতে শর্টফিল্মগুলো প্রচার হবে।