নগর বাউল জেমসকে ঘিরে সবসময়ই একটা তারুণ্যের উন্মাদনা থাকে। জেমস নাম শুনলেই এখনো নেচে ওঠে সঙ্গীতপ্রেমী মানুষ। জেমসের গান নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। অনেক হিট গান উপহার দিয়েছেন তুমুল জনপ্রিয় এই রকস্টার। নগর বাউল জেমসকে নতুন প্রজন্ম থেকে শুরু করে অনেকেই তাকে 'গুরু' বলে সম্বোধন করেন। 'গুরু' শব্দটির সঙ্গে শিষ্যেরও সংযোগ আছে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক, সেটি অনেক সময় শুধু জ্ঞানচর্চায় সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আজ পর্যন্ত শুধু দুজন গুরু সম্বোধন পেয়েছেন পপসম্রাট আজম খান ও রকস্টার জেমস। বাংলাদেশের পপ ও ব্যান্ডসঙ্গীতের একজন পথপ্রদর্শক বলায় যায় আজম খানকে। নগর বাউল জেমসকে গুরু সম্মোধন করলেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপম ইসলাম। অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করেন এ গায়ক।
সম্প্রতি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 'দুই বাংলার মেলবন্ধন' শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়। সেখানে পারফর্ম করেছে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপম ইসলামের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চেই জেমসকে 'মহাগুরু' বলে সম্মোধন করেছেন রূপম। জেমসের সঙ্গে তোলা একটি ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রূপম লিখেছেন, 'গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙময়।' পুজোওয়ালাদের গান পুজোয়, দুই বাংলার মেলবন্ধন' শিরোনামে কনসার্টটির আয়োজন করে ফোরাম ফর দুর্গোৎসব। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হলো কলকাতাবাসী।