মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই

বিনোদন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই

ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।

গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃতু্যর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস গতকাল রোববার প্রয়াত হয়েছেন।

অনুষ্ঠান, অ্যালবাম ও ছবির গানে আশির দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে 'আহত' শিরোনামে গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তার সঙ্গীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

'চান্দি জ্যায়সা রং', 'না কাজরে কি ধার', 'দিওয়ারো সে মিল কর রোনা', 'আহিস্তা', 'থোড়ি থোড়ি প্যার করো', 'নিকলো না বেনাকাব'-পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। 'নশা', 'পয়মানা', 'হসরত', 'হামসফর'-এর মতো কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে