অদ্ভুত লুকে অণ্বেষা হাজরা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিনোদন ডেস্ক
ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী 'সন্ধ্যাতারা'খ্যাত অন্বেষা হাজরা। যিনি এই মুহূর্তে 'সন্ধ্যাতারা' ধারাবাহিকে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন। এবার তিনি এসেছেন একেবারে বিস্ময়কর এক লুকে। বেশভূষা দেখে কারো বোঝার উপায়ই থাকবে না তিনি সন্ন্যাসী নাকি সন্ন্যাসিনী! ছবি দেখে এক ঝটকায় চিনতে গেলে হোঁচট খেতে হয় বৈকি। খুব ভালো করে দেখলেও বোঝা কঠিন। পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, গলা থেকে সাদা ধুতির উত্তরীয়, কাঁধে ঝুলি, মাথায় জটা, একমুখ কাঁচা-পাকা দাড়ি, গোটা মুখে ছাই-ভস্ম মাখা কপালে লাল তিলক। একেবারে সন্ন্যাসীর বেশ। আসলে এই সন্ন্যাসী হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এ মুহূর্তে সন্ধ্যাতারা সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। সন্ধ্যার চরিত্রে ইতোমধ্যে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। তাকেই এবার সিরিয়ালে সন্ন্যাসীর চরিত্রে দেখা যাচ্ছে। সিরিয়ালের পর্দায় স্মৃতি হারিয়েছেন 'সন্ধ্যা' অন্বেষা। তাকে দেখানো হচ্ছে সন্ন্যাসীর চরিত্রে। তবে তার লুক দেখে অন্বেষাকে সত্যিই চেনার উপায় নেই। সম্প্রতি ফেসবুকের পাতায় নিজের সিরিয়ালের সেই সন্ন্যাসী লুকের ছবি পোস্ট করেছেন অন্বেষা। লিখেছেন, 'আর যাই হই... জীবনে কোনো দিন সন্ন্যাসী হবো না।' অন্বেষা বাস্তবে এক্কেবারেই সন্ন্যাসী না হতে চাইলেও তার এই লুকে মুগ্ধ সহ-অভিনেতারা। অন্বেষার পোস্টে উঠে এসেছে নানান মন্তব্য। নেটিজেনদের অনেকেই অন্বেষার কাছে তার মেকআপের প্রশংসা করেছেন। সিরিয়ালটির গল্প এরকম, বাবার মৃতু্যর পর সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সন্ধ্যা। বোন তারাকে কলকাতায় পড়াশোনা করাতে পাঠায় সে। সে জন্য নিজের শখ-আহ্লাদ সবটাই বিসর্জন দিয়েছে। অভিনেত্রী অন্বেষা হাজরার নতুন সিরিয়ালে রয়েছে ত্রিকোণ প্রেম, সঙ্গে এক পরিবারের সংগ্রামের গল্প। অন্বেষা যদিও বাংলা সিরিয়ালের দর্শকের কাছে পরিচিত, এই সিরিয়ালে দর্শক পেতে চলেছেন নতুন দুই মুখ। সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা দেবনাথ। এর আগেও নতুন নায়কের সঙ্গে জুটি বেঁধেছিলেন অন্বেষা। আবারও তার বিপরীতে নতুন নায়ক। অন্বেষা বলেন, 'আমার আগের সিরিয়াল "আমাদের এই পথ যদি না শেষ হয়" সিরিয়ালে ঋত্বিক নতুন ছিলেন। আসলে কখনও না কখনও কোথাও থেকে তো শুরু করতে হবে। আমার হয়তো কয়েক বছর আগে যাত্রা শুরু হয়েছে। ঋত্বিক বা সৌরজিতের খানিকটা পরে। আর তেমন কোনো পার্থক্য নেই। ভালো লাগছে কাজ করতে। প্রথম আলাপে যেটুকু বুঝেছি, ও ভালো ছেলে।' প্রসঙ্গত, 'এই পথ যদি না শেষ হয়' সিরিয়ালের হাত ধরে পরিচিতি পান অন্বেষা হাজরা। মৈনাক ভৌমিকের চিনি-২ তে দেখা গিয়েছে তাকে।