সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

অ্যামাজন প্রাইমে 'ওরা ৭ জন'

বিনোদন রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অ্যামাজন প্রাইমে 'ওরা ৭ জন'

গত বছর ৩ মার্চ মুক্তি পেয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ওরা ৭ জন'। নির্মাণ করেছেন খিজির হায়াত খান। এতে মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের একটি গল্প পর্দায় তুলে আনার চেষ্টা করেছেন তিনি।

মুক্তির প্রায় এক বছরের মাথায় নতুন খবর দিলেন নির্মাতা। ছবিটি মুক্তি পেয়েছে পৃথিবীর অন্যতম ওটিটি পস্ন্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এ। ১৪ ফেব্রম্নয়ারি থেকে ছবিটি সেখানে দেখা যাচ্ছে। তবে, এটি আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন।

নির্মাতা জানান, ক্রমশ ছবিটি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরাও দেখতে পারবেন। সেই প্রক্রিয়া চলছে।

এদিকে বাংলাদেশের দর্শকদের জন্যও সুখবর দিলেন নির্মাতা-অভিনেতা। খিজির বললেন, 'যারা সিনেমা হলে আমাদের চলচ্চিত্রটি দেখতে পারেননি, তাদের জন্যও রয়েছে সুখবর। আসছে স্বাধীনতার মাসের (মার্চ) ১ তারিখ থেকে দেশের অন্যতম একটি ওটিটি পস্ন্যাটফর্মে দেখতে পারবেন ছবিটি। আমাদের লক্ষ্য একটাই, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরত্বগাথাকে পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে দেওয়া। আশা করি এই যুদ্ধে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ঠিক যেভাবে সবসময় ছিলেন।'

মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিতে ৭টি চরিত্র দেখানো হয়েছে। তাদের একজন নির্মাতা খিজির হায়াত খান। বাকি ছয়টি চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ। এর বাইরে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

চরিত্রগুলোতে কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ সামরিক বাহিনীর মেজর, কেউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সবাই ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নেন।

'ওরা ৭ জন' পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। সঙ্গীত করেছেন নাজমুল আবেদীন আবির। গান গেয়েছে ব্যান্ড অসমাপ্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে