'রাজকুমার' ও 'ওমর'র সঙ্গে লড়বে রাজশাহীর 'পটু'ও
প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। কিছু দিন পরই শুরু হবে রমজান মাস। এরপর ঈদ। বছরের বৃহত্তম উৎসব। আর সেই উৎসবকে ঘিরে বরাবরের মতো মুক্তি পাবে একাধিক সিনেমা। ইতোমধ্যে অনেকেই ঈদের মাঠ দখলের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত 'রাজকুমার' ও শরিফুল রাজ অভিনীত 'ওমর'। যেগুলোর নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পী, সবাই ঢাকাবাসী।
শুক্রবার ঈদ মিছিলে যুক্ত হলো আরও একটি সিনেমা। যেটার নাম 'পটু'। এটার মূল বিশেষত্ব হলো, ছবিটি ঢাকাকেন্দ্রিক নয়। এর গল্প, শুটিং সবই রাজশাহী ঘিরে। এমনকি নির্মাতার বসবাসও ওখানে।
এর আগে রাজশাহীর স্থানীয় পর্যায়ে নির্মিত দু'টি ওয়েব সিরিজ (শাটিকাপ ও সিনপাট) দর্শক-সমালোচক মহলে দারুণ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে এই অঞ্চলের সিনেমা। সিরিজের মতো ছবিও কি পারবে দর্শকের মন জয় করতে? জানা যাবে, ঈদুল ফিতরে।
'পটু' নিয়ে ঈদে আসার বার্তা দিয়েছে একসময়ের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। কারণ ছবিটি তাদের। নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। শুক্রবার ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশের সঙ্গে মুক্তির বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, 'জাজ মানেই নতুন কিছু। নতুন গল্প, নতুন ধরনের গল্প। নতুন ও ভার্জিন লোকেশন, সঙ্গে নতুন পরিচালক, নতুন নায়ক-নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ। এর সঙ্গে আছে জাজের পুরনো দক্ষ টেকনিক্যাল টিম। এই নতুন-পুরাতনের সংমিশ্রণে নির্মিত সিনেমা 'পটু'।"
এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। তার সঙ্গে প্রযোজক আব্দুল আজিজের বার্তা এ রকম, 'সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটুর মতোই। মানে চর অঞ্চলের গরিবের ছেলে। কিন্তু কী দুর্দান্ত অভিনয়, যেন গোবরে পদ্ম ফুল।'
ছবিটিতে আরও অভিনয় করেছেন আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ। এতে গান গেয়েছেন কলকাতার লগ্নজিতা, বাংলাদেশের ইসলাম পালাকারসহ ছবির নির্মাতা ও সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ুন নিজেই।