ভালোবাসা দিবসে অপু বিশ্বাস
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন ডেস্ক
ঘটে যাওয়া একটা অপ্রীতিকর পরিস্থিতির পর থেকে একটা লম্বা সময় ধরে রুপালি পর্দা থেকে দূরে ছিলেন অপু বিশ্বাস। প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের 'কাল সকালে' দিয়ে রুপালি পর্দায় পদার্পণ করা অভিনেত্রী। ২০১৮ সালের পর ২০২১ সাল থেকে আবার যখন তাকে পর্দায় দেখা গেল তখন থেকে এ পর্যন্ত বেশ কয়টি সিনেমা মুক্তি পেয়ে গেছে তার। হাতে থাকা নির্মাণাধীন কাজও রয়েছে বেশ কয়েকটি। তার মধ্যে একটি ছিল গত ঈদে মুক্তি পাওয়া সরকারি অনুদানের নিজের প্রযোজনায় তৈরি 'লাল শাড়ি' নামে সিনেমা। বলতে গেলে চলচ্চিত্রে তার এই নতুন ফেরাটাকে তিনি বেশ ভালোই উপভোগ করছেন। এবার এ মাসেই ভালোবাসার দিনে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা 'ট্র্যাপ'।
অপু বিশ্বাস সোস্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমসহ নানা মাধ্যমেই নানা সময়ে সমাজ, রাজনীতি, ব্যক্তিগত বিষয়, পরচর্চাসহ অনেক বিষয়েই কথা বলে থাকেন। এবার ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দিতে যাওয়া নিজের অভিনীতি সিনেমা 'ট্র্যাপ' নিয়ে সংবাদ সম্মেলনে তার নিজের চরিত্র 'পরকীয়া' সম্পর্কে কথা বললেন শনিবার সন্ধ্যায়। যে ছবিটিতে উঠে আসবে পরকীয়ারই এক গল্প।
অপু বিশ্বাস বলেন, বর্তমান সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।
৯ ফেব্রম্নয়ারি সারাদেশে মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত 'ট্র্যাপ' সিনেমা। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এ সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।
অপু বিশ্বাস বলেন, আমরা পত্রিকা, খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে। সেটা ফেসবুকে, ম্যাসেজে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি।
'ট্র্যাপ' সিনেমা নিয়ে তিনি বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা এই ছবির মুখ্য বিষয়।
অপু আরও বলেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত। কেননা যুগল কিংবা প্রেমিক-প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে। এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে।