নচিকেতার 'কেউ নেই ভালো'

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
বাংলাদেশ থেকে প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী ভারতের জীবনমুখী গানের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর নতুন গান 'কেউ নেই ভালো'। গানটি লিখেছেন সালমা সুলতানা ও সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা, যার পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, 'জয় আমার পছন্দের সিঙ্গার-সং রাইটার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। সালমা সুলতানার লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।' সালমা সুলতানা বলেন, 'সাহিত্যের অন্য শাখায় কাজের পাশাপাশি গান লিখছি বেশ কিছুদিন। স্বপ্নের শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ।' গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, 'নচিদা আমার মতন গানওয়ালাদের আদর্শ। ওনার সাথে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। ওনার সঙ্গে কাজ আমার জন্য এক শিক্ষাসফর। কেউ নেই ভালো শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজড়ে সব স্ট্রিমিং পস্ন্যাটফর্মে।' এর আগে 'ভোরের হাওয়ায় আভাস থাকে, সকাল হবে কি না, গহিন রাত্রি শেষে আলো আসবেই, এ কথা তো অনেক আগে জানা, তবু হতাশায় ভরে গেলে মন, খুঁজে ফিরি অনুপ্রাণন'; এরকম নান্দনিক কথায় হাজির হন নচিকেতা চক্রবর্তী এবং বাংলাদেশের ব্যতিক্রমী গানের গায়ক আমিরুল মোমেনীন মানিক। তাদের সঙ্গে ছিলেন শিশুশিল্পী সিফাত রিজওয়ান নাফি। আমিরুল মোমেনীন মানিকের কথা ও সুরে 'সকাল হবে কি' গানটির সংগীতায়োজন করেন অণু মুস্তাফিজ। গানটির ব্যবস্থাপনায় ছিল ডিভাইন স্টুডিও। 'মানিক মিউজিক' নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ গান। গানটি প্রসঙ্গে তখন নচিকেতা চক্রবর্তী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ, দেশে দেশে অভ্যন্তরীণ সংঘাত এবং তরুণ প্রজন্মের ভেতরে জমাট হতাশার বিরুদ্ধে আশা জাগানিয়া গান 'সকাল হবে কি?'। নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ ক'টি গান করেছেন। ২০১৪ সালে দু'জনের কণ্ঠে 'আয় ভোর' শিরোনামের গান প্রকাশিত হলে দুই বাংলায় সাড়া পড়ে। এরপর মানিক নচিকেতার কথা ও সুরে 'কলেজ লাইফ' ও 'তুমি কোন্‌? পার্টির লোক' শিরোনামে আরও দুটি গান করেন। এছাড়া নচিকেতা ও মানিকের 'নীল পরকীয়া' শিরোনামের ডুয়েট একটি গান প্রকাশিত হয়েছে। এটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।