তামিল অভিনেত্রী জ্যোতিকা। হিন্দি, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এক পর্যায়ে চলচ্চিত্র থেকে দীর্ঘদিনের জন্য বিরতিতে যান। অতঃপর গত বছর দীর্ঘ ২৫ বছর পর বলিউড ফিল্মে কাজ করলেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা।
এ নায়িকার আর একটা পরিচয়, তিনি তামিল সুপারস্টার সুরিয়ার স্ত্রী। ১৯৯৮ সালে প্রিয়দর্শনের পরিচালনায় 'ডোলি সাজা কে রাখনা' ছবিতে কাজ করে অভিনয় জীবনে পা রেখেছিলেন জ্যোতিকা। এরপর দক্ষিণী ভাষায় অসংখ্য ছবিতে অভিনয় করলেও আর বলিউডমুখী হননি 'চন্দ্রমুখী' খ্যাত এই অভিনেত্রী।
২০০৬ সালে ভালোবেসে ঘর বাঁধেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। তাদের ১৮ বছরের সংসারে রয়েছে এক কন্যা ও এক পুত্র। মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা জ্যোতিকার। বিয়ের পর চেন্নাইয়ে পাড়ি জমান। স্বামী-সন্তানদের নিয়ে চেন্নাইয়ে বসবাস করে আসছিলেন জ্যোতিকা। সম্প্রতি সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছে তিনি। এরপরই তার সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়।
ভারতের একাধিক সংবাদমাধ্যম সুরিয়া-জ্যোতিকার সংসার ভাঙার খবর প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে যখন জোর চর্চা চলছে, ঠিক তখন নীরবতা ভাঙলেন জ্যোতিকা। জ্যোতিকা বলেন, 'আসলে বিয়ের পর সিনেমা থেকে দূরে ছিলাম। ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, সেখানে বলিউডের দুটো সিনেমাও রয়েছে। এজন্য মুম্বাইয়ে আবার বসবাস শুরু করেছি। যাতে প্রতিশ্রম্নতি দেওয়া সিনেমার কাজ ও ছেলেমেয়েদের পড়াশোনা ঠিক থাকে।'
গত বছর মুম্বাইয়ের অভিজাত এলাকায় মোটা অঙ্কের অর্থ ব্যয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনেন সুরিয়া-জ্যোতিকা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেছেন সুরিয়া-জ্যোতিকা দম্পতি। ৯ হাজার স্কয়ার ফুটের এ ফ্ল্যাট ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯১ কোটি টাকার বেশি) মূল্যে কিনেছেন তারা।
উলেস্নখ্য, ১৯৯৯ সালে 'পুভেলস্নাম কেট্টুপার' সিনেমার শুটিংয়ে জ্যোতিকার সঙ্গে সুরিয়ার প্রথম দেখা। একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয়ের পর ভালো বন্ধু হয়ে ওঠেন তারা। পরে 'কাখা কাখা' ছবিতে অভিনয়ের সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সিনেমার শুটিং শেষেই বাগদানের পরিকল্পনা করেন তারা। অনেকটা গোপনেই বাগদান সারেন। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।