শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফাঁকা মাঠেও পারলেন না কায়েস আরজু

বিনোদন রিপোর্ট
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফাঁকা মাঠেও পারলেন না কায়েস আরজু

গত এক বছরে সিনেমা মুক্তির হিসেবে সম্ভবত সবচেয়ে ভাগ্যবান নায়ক আরজু! কারণ উৎসবের বাইরে দেশের ঠিকঠাক সিনেমাহলগুলো দখল করে আছেন বলিউডের শাহরুখ, সালমান কিংবা রণবীর কাপুরেরা। এসব গেস্নাবাল নায়কের বিপরীতে লোকাল নায়করা কাঙ্ক্ষিত হল না পেয়ে মুখবুজে সয়ে যাওয়া এক রকম নিয়মে দাঁড়িয়েছে। যেখানে দেখানো হলো ভাষার মাসে ভিনভাষী সিনেমা না মুক্তির আবেগ!

ভাষার জালে আটকে আমদানিকারক অনন্য মামুন বলিউডের 'ফাইটার' মুক্তির সব চূড়ান্ত করেও আগের দিন (২৫ জানুয়ারি) বিকালে সেটি মুক্তি বাতিল করতে বাধ্য হন। বিপরীতে ফাঁকা মাঠ পেয়ে যান নায়ক আরজু ও তার সিনেমা 'রুখে দাঁড়াও'। অথচ দেশে দেড় শতাধিক স্বাভাবিক সিনেমা হল থাকলেও মাত্র ১৯টি হলে শুক্রবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে আরজুর সিনেমা 'আমার প্রেম আমার প্রিয়া'। যার মাধ্যমে টানা ৫ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন এই নায়ক। কিন্তু কেন এমন হলো? হৃতিককে হটিয়ে সুযোগটা কাজে লাগাতে পারলেন না কেন তারা! এর জবাবে কায়েস বলেন, 'আমরা আসলে সুযোগটাই পাইনি। কাজে লাগাব কীভাবে? 'ফাইটার' আসবে বলেই আমরা আসলে অনেক চেষ্টা করেও ১৯টার বেশি হল পাইনি। এখানে তো আর যুদ্ধ করার সুযোগ নেই। প্রশ্ন হলো, ছবিটা যে আসবে না, সেটা যদি আমরা বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরেও জানতে পারতাম, তাহলে আরও ২০-২৫টা হল আমাদের বাড়ত। ওরা বাতিলের ঘোষণা দিয়েছে সন্ধ্যা ৭টায়। যখন আমাদের আর নতুন হল যোগ করার সুযোগ ছিল না। আমি মনে করি, ইন্ডাস্ট্রির ক্ষতি করল ওরা ('ফাইটার' আমদানিকারকরা)।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে