মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা অমল বোসের (অমলেন্দু বিশ্বাস) ১২তম মৃতু্যবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে (২৩ জানুয়ারি) ৬৯ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। ১৯৪৩ সালের ১১ অক্টোবর ফরিদপুরের বোয়ালমারীতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তিনি একাধারে চলচ্চিত্র, মঞ্চ, টিভি ও বেতারে অভিনয় করেছেন। ষাটের দশক থেকে অমল বোস অভিনয় শুরু করেন। তার অভিনয়ের শুরুটা যাত্রামঞ্চের মাধ্যমে। ষাটের দশক থেকেই ঢাকার ক্লাব ও অফিসের শৌখিন নাটকে তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। তার পরিচালনায় মঞ্চে বহু নাটক মঞ্চস্থ হয়েছে। অবসর, শৈবাল, রংধনু প্রভৃতি নাট্যদলের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির 'নানা' চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এতে 'নানা-নাতি'র নাট্যাংশে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলমান সময়ের নানা অসঙ্গতি তুলে ধরতেন তিনি।
অমল বোস অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'রাজা সন্ন্যাসী', 'মহুয়া', 'নীল আকাশের নিচে', 'সোনালি আকাশ', 'চন্দন দ্বীপের রাজকন্যা', 'গুনাই বিবি', 'রাজলক্ষ্ণী-শ্রীকান্ত' 'অবিচার', 'হঠাৎ বৃষ্টি', 'আমি সেই মেয়ে', 'তোমাকে চাই', 'মন মানে না' প্রভৃতি। এছাড়া 'আজকের প্রতিবাদ' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অমল বোস।