শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ছোটবলোর ক্রাশরে সঙ্গে শুটংি করছনে মন্দরিা

বনিোদন রর্পিোট
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
ছোটবলোর ক্রাশরে সঙ্গে শুটংি করছনে মন্দরিা

বলছেলিনে তার প্রথম সনিমো 'কাজল রখো' মুক্তরি পর র্দশকরে প্রতক্রিয়িা দখেে নতুন ছবতিে কাজ করা নয়িে চন্তিাভাবনা করবনে মন্দরিা। কন্তিু যভোবে 'কাজল রখো' সনিমোর মুক্তি ক্রমশই পছিয়িে যাচ্ছলি তাতে করে বোধহয় মন্দরিার আর অপক্ষো সয়ন।ি 'কাজল রখো' মুক্তরি আগইে 'নীলচক্র' নামে নতুন ছবতিে চুক্তবিদ্ধ হয়ে গলেনে তনি।ি এবার সইে প্রথম সনিমো 'কাজল রখো' মুক্তরি আগইে দ্বতিীয় সনিমোর কাজ শুরু করলনে এ প্রজন্মরে অভনিত্রেী মন্দরিা চক্রর্বতী। সনিমোটি তার বপিরীতে অভনিয় করছনে 'মুজবি'খ্যাত আরফিনি শুভ। সনিমোটি পরচিালনা করছনে মঠিু খান। অন্যদকিে জীবন ঘনষ্ঠি 'কাজল রখো' চলচ্চত্রিরে চত্রিনাট্য ও সংলাপ বন্যিাসরে পাশাপাশি পরচিালনার দায়ত্বি পালন করছেনে প্রখ্যাত র্নমিাতা গয়িাস উদ্দনি সলেমি। মুভরি পটভূমতিে রয়ছেে ময়মনসংিহরে প্রাচীন পালাগানরে সংকলন 'মমৈনসংিহ গীতকিা'। সে সময় মাত্র ৯ বছর বয়স হলইে সামাজকি প্রথা অনুসারে ময়েদেরে বসতে হতো বয়িরে পীড়তি।ে এমনি সমাজরে মানুষ হয়ওে নাটকীয়ভাবে নতুন দকিে মোড় নয়ে কাজল রখোর জীবন। আর এভাবইে অগ্রসর হতে থাকে চলচ্চত্রিরে কাহনিী। এই ছবরি মাধ্যমে প্রথমবাররে মত জুটি বাঁধছনে শরফিুল রাজ ও মন্দরিা চক্রর্বতী। এছাড়া বভিন্নি ভূমকিায় অভনিয় করবনে আজাদ আবুল কালাম, ইরশে যাকরে ও রাফয়িাথ রশদি মথিলিা। ছবটিতিে প্রায় ৪০টি গান রয়ছেে যগেুলো পরচিালনা করছেনে জনপ্রয়ি সুরকার ইমন চৌধুরী। এটি ২০১৯-২০ র্অথবছরে সরকারি অনুদানে র্নমিতি হয়ছেে ছবটি।ি দ্বতিীয় ছবি 'নীলচক্র' ছবতিে অভনিয় প্রসঙ্গে মন্দরিা বলনে, 'আরফিনি শুভ আমার ছোটবলোর ক্রাশ। তার অভনিয়রে ভীষণ ভক্ত আম।ি নায়ক হসিবেে তনিি ভীষণ প্রয়ি। এখন তার বপিরীতে নায়কিা হসিবেে অভনিয় করছ।ি খুব ভালো লাগছ।ে' 'নীলচক্র' সনিমোয় মন্দরিাকে দখো যাবে রাইমা নামে একটি চরত্রি।ে ছবটিতিে অভনিয় করা প্রসঙ্গে মন্দরিা বলনে, 'কাজল রখো শষে করার পর অনকে সনিমোয় অভনিয়রে প্রস্তাব পয়েছে।ি কন্তিু প্রথমটি মুক্তরি আগে যনে অন্য সনিমোয় অভনিয় না করি সইে অনুরোধ ছলি র্নমিাতার। অবশষেে প্রথম সনিমোর মুক্তরি তারখি র্নধিারতি হওয়ার পরই দ্বতিীয়টরি কাজ শুরু কর।ি সবার আর্শীবাদ কামনা করছ।ি' জীবনরে প্রথম দুটি ছবতিইে মন্দরিা তার বপিরীতে পয়েে গছেনে দু'জন আলোচতি অভনিতো। একদকিে যমেন শরফিুল রাজ অন্যদকিে আরফিনি শুভ। আবার প্রথম সনিমো হসিবেে পয়েে গছেনে 'মনপুরা'খ্যাত একজন তারকা পরচিালক গয়িাসউদ্দনি সলেমিক।ে অন্যদকিে এমন একটি গল্পরে অন্যতম কন্দ্রেীয় চরত্রিে অভনিয়রে সুযোগ পয়েে গছেনে যটো ৪০০ বছর ধরে বাঙালরি জনজীবনে গঁেথে যাওয়া একটি হৃদয়-ছােঁয়া কাহনিী। ছবটিওি তরৈি হয়ছেে যোগ্য হাত ধর।ে ৪০টি গানে সমৃদ্ধ এমন একটি সনিমো যদি সইে অকৃত্রমি আবহমান বাঙালি জনজীবন ও সংস্কৃতকিে তুলে ধরার মধ্যদয়িে মানুষরে হৃদয় ছুঁয়ে যায় তাহলে সংশয় নইে মন্দরিার আরও উজ্জ্বল ভবষ্যিৎ সামনে পড়ে আছ।ে প্রসঙ্গত, গয়িাসউদ্দনি সলেমি পরচিালতি 'কাজল রখো' মুক্তি পাবে ভালোবাসার মাস।ে তারখি র্নধিারতি হয়ে ১৬ ফব্রেম্নয়ার।ি এমনটাই জানয়িছেনে পরচিালক। 'কাজল রখো'ও বাঙালি নারীর নখিাঁদ প্রমে-ভালোবাসার কাহনিী। এমন একটি বহুশ্রম্নত গল্পরে এ সনিমোয় নাম ভূমকিার দুটি চরত্রিরে মধ্যে একটতিে অভনিয় করছেনে মন্দরিা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে