১৫ জন মঞ্চকর্মী এথিক তারুণ্য সম্মাননা পেলেন
প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
এ বছর তৃতীয়বারের মতো প্রদান করা হলো এথিক তারুণ্য সম্মাননা। শুক্রবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় এই সম্মাননা প্রদানের আসর বসে বেইলি রোডের মহিলা সমিতিতে। যে আসরে তারুণ্যের সঙ্গে অদ্ভুত এক মেলবন্ধন ঘটে অভিজ্ঞদের। যেন সম্মাননা ক্রেস্ট নয়, নাট্যজনরা তাদের অভিজ্ঞতার মশাল তুলে দিয়েছেন তরুণদের হাতে; আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয়ে।
এদিন 'এথিক তারুণ্য সম্মাননা ২০২৪' প্রাপ্ত বিভিন্ন নাট্য সংগঠনের ১৫ জন তরুণ নাট্যকর্মীর বক্তব্য শুনে উপস্থিত দর্শকদের পাশাপাশি অতিথিরাও মুগ্ধতা ছড়ালেন। মঞ্চ সারথি আতাউর রহমান, বিশিষ্ট নাট্যজন লাকী ইনাম, মঞ্চ গবেষক আব্দুস সেলিম 'এথিক'-এর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রতিক্রিয়ায় বললেন, 'সময়ের প্রয়োজনে এথিক অনন্য একটি উদ্যোগ নিয়েছে। অন্যান্য সেক্টরের মতো আমাদের মঞ্চেও তরুণরাই প্রাণশক্তি। তাদেরকে সম্মাননা জানানো মানেই মঞ্চের প্রাণ শক্তিকে আরও শানিত করা।'
এবারের আসরে সম্মাননা পাওয়া ১৫ জন মঞ্চকর্মীর মধ্যে রয়েছেন- নূরে খোদা মাসুক সিদ্দিক (থিয়েটার), রাজীব আহমেদ (নাট্যকেন্দ্র), মাশরুবা বিনতে মোশাররফ (লোকনাট্য দল), সালমান লিমন (দেশ নাটক), স্বাতী ভদ্র (প্রাচ্যনাট), ইউশা আনতারা প্রপা (থিয়েটার আরামবাগ), নূরুজ্জামান সরকার (অনুস্বর), সঞ্জয় গোস্বামী (বাতিঘর), শেউতী শীন শাহগুফতা (বটতলা), মো. শরীফুল ইসলাম (পদাতিক নাট্যসংসদ), অর্ক অপু (স্বপ্নদল), সামিউল আলম জীবন (মহাকাল নাট্যসম্প্রদায়) আশিউল ইসলাম (চারুনীড়), ইন্দ্রাণী ঘটক (থিয়েটার আর্ট ইউনিট) এবং সুধাংশু নাথ (লোকনাট্য দল বনানী)।
এথিক এর সভাপতি রেজানুর রহমান জানান, ২০২২ সালে ঢাকা মহানগরীর ৫০টি নাট্য সংগঠনের ৫০ জন তরুণ নাট্যকর্মীকে সম্মাননা প্রদানের মাধ্যমে এথিক-এর এই নান্দনিক কার্যক্রমের সূচনা হয়। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন নীতিমালা অনুযায়ী এথিক-এর বয়স সংখ্যার সাথে মিল রেখে ঢাকা মহানগরীর ১৪টি নাট্যসংগঠনের ১৪ জন তরুণ নাট্যকর্মীকে এই সম্মাননা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ২০২৪ সালে ঢাকা মহানগরীর ১৫টি নাট্য সংগঠনের ১৫ জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মী নির্বাচিত হন এই সম্মাননার জন্য।