'রঙিন চরকি' নিয়ে মোমেনা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিনোদন রিপোর্ট
মোমেনা চৌধুরী
ছোট পর্দা এবং মঞ্চ নাটকের পরিচিত মুখ মোমেনা চৌধুরী। আরণ্যক নাট্যদলের নিয়মিত অভিনেত্রী তিনি। গ্রামের গল্পে বেশ জনপ্রিয় টেলিভিশনের পর্দার এই অভিনেত্রী। আরণ্যক নাট্যদলে অভিনয়ের পাশাপাশি নিজে গড়ে তুলেছেন আরেকটি রেপার্টরি পস্ন্যাটফরম। নাম 'শূন্যন রেপার্টরি'। এ দলের ব্যানারে এর আগে দুটি নাটক মঞ্চায়িত হয়েছে। 'লালজমিন' ও 'মৃতু্য মৃতু্য খেলা'। নাট্যকার মান্নান হীরা'র রচনায় সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় 'লালজমিন' নাটকটি বেশ আলোড়ন তৈরি করেছিল। এখনো নাটকটির নিয়মিত প্রদর্শনী হচ্ছে। মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে এ নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। এখন পর্যন্ত তিন শতাধিকবার মঞ্চায়ন হয়েছে নাটকটি। দীর্ঘদিন পর আবার শূণ্যন রেপার্টরি দলের ব্যানারে নতুন নাটকে মঞ্চে ফিরছেন মোমেনা। নাটকটির নাম 'রঙিন চরকি'। এ নাটকটিও রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক সাজিদুর রহমান। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। মোমেনা চৌধুরী ছাড়াও এখানে অভিনয় করছেন রাফিউল রকি, তৌফিক মেসবাহ, বিলকিস মীর, ফিরোজ আল মামুন, জুয়েল মিজি এবং সাজিদুর রহমান। মোমেনা চৌধুরী বলেন, দেশের খ্যাতিমান নাট্যকার মান্নান হীরা 'রঙিন চরকি' নাটকটি আমাদের দিয়েছিলেন কয়েক বছর আগে। তখন নানা কারণে নাটকটি মঞ্চে আনা সম্ভব হয়নি। এ নাটকটি কোথাও ছাপা আকারেও প্রকাশ হয়নি। এবার আমরা নাটকটি মঞ্চে আনছি মান্নান হীরাকে শ্রদ্ধা জানিয়ে।