ব্যতিক্রমী চরিত্রে সিয়াম
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
সরু গোঁফ, সিঁথি করা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর গায়ে সাদামাটা শার্ট- এক দেখায় যে কেউ বলে দেবে এ যেনো এক হাবাগোবা এক যুবক। চিত্রনায়ক সিয়াম আহমেদকে এমন অবতারে পর্দায় হাজির করছেন নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটির নাম 'টিকিট'।
মঙ্গলবার রাতে এসেছে নতুন সিরিজের পোস্টার। এতে শুধু সিয়ামই নন, ব্যতিক্রম সাজ-চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী সাফা কবিরও। প্রকাশিত পোস্টারে তাকেও পাওয়া গেল সেই আবেশে। এ ছাড়াও আছেন মনোজ কুমার প্রামাণিক, আব্দুলস্নাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু, মাহমুদ আলম, বাদল শহীদ, মার্শিয়া শাওন, রেজান শোভন প্রমুখ।
সিয়াম বললেন, 'এই সিরিজে আমার চরিত্রের নাম সালেক। চরিত্রটি আমি ঠিক কতখানি করতে পারব, সেটা নিয়ে বেশ সংশয় ছিল আমার মাঝে। তবে ভিকি ভাই সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলেন। সাহস দিয়েছেন। ওনার কারণেই আমি সালেক চরিত্রটি করতে পেরেছি। চরিত্রের দুটি বড় চ্যালেঞ্জ ছিল। একটি হচ্ছে, সালেকের চরিত্র একেবারেই আলাদা হতে হবে। যাকে আলাদাভাবে ভাগ করে ডিটারমাইন্ড করা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে সালেক হ্যাজ টু লুক ডিফারেন্ট ফ্রম এভ্রিওয়ান। তার কিছু আন্ডারটোনড পারফরম্যান্স, কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে আসলে তার লুকস, তার উপস্থিতি অনেকটা রিলেটেড। সালেকের জন্য আমাকে অনেকটা ওজনও বাড়াতে হয়েছে।'
এতে সাহসী চরিত্র ও ভিন্ন লুকে হাজির হচ্ছেন সাফা কবির। তার ভাষ্য, 'এই কাজটা বেশ কিছু কারণে আমার জন্য বিশেষ। আমি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। সেই সঙ্গে গল্পটা আসলে ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কারণ, আমার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ।'
সিরিজের আরেকটি কেন্দ্রীয় চরিত্রে আছেন মনোজ। তিনি বলেছেন, 'এতে আমার চরিত্র আর বাস্তবে আমি দুটি দুই মেরুর চরিত্র। এই চরিত্রটি করতে আমার কাছে খুব মজা লেগেছে। আর চরিত্রটি করতে গিয়ে আমার এক ছাত্রকে কিছুটা অনুকরণ করার চেষ্টা করেছি। কেননা, ওর চরিত্রটা এ রকম। আর সব চরিত্রই পোট্রে করা অভিনেতাদের জন্য চ্যালেঞ্জের। সিরিজটি টান টান উত্তেজনার একটি গল্প।'
নির্মাতা ভিকি জাহেদ বলেন, 'টিকিট' আমার জন্য একটি ইউনিক অভিজ্ঞতা। নাজিম উদ্দিন ভাইয়ের গল্প শুনেই মনে হয়েছিল, এটা একটি সিরিজে রূপান্তর করা যাবে।