শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নতুন দুই সিনেমায় বছর শুরু আজ

মাতিয়ার রাফায়েল
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
নতুন দুই সিনেমায় বছর শুরু আজ

আজ এক যোগে দুটি সিনেমা দিয়ে বছরের হালখাতা খোলা হচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এর একটি 'শেষ বাজি' সিনেমা মুক্তি দেওয়ার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। তবে আরেকটি ছবি 'কাগজের বউ' আজ মুক্তির তারিখ হলেও আদৌ মুক্তি পাচ্ছে কিনা সেটা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে। কারণ শেষদিকে এসে একইদিনে 'হুব্বা' মুক্তি দেওয়ার ঘোষণায় জটিলতার সৃষ্টি হয়েছে।

এখন এটাও দেখার বিষয় শেষপর্যন্ত আজই 'কাগজের বউ' মুক্তি পায় কিনা। ছবিটি গত বছরের নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি দেওয়া হয়নি। আবার আজকেও মুক্তি পাচ্ছে কিনা এ নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে বুধবার সারা দিন গুঞ্জনে ছিল 'কাগজের বউ' সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। তবে এ নিয়ে অনেকটা ক্ষোভের সুরে ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, 'আমার ছবির মুক্তি স্থগিত করার সাধ্য কারও নেই। আগেও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়েছি, ফেসবুকে জানিয়ে দিয়েছি ১৯ জানুয়ারি কাগজের বউ প্রেক্ষাগৃহে আসছে। তারপরও কেন বলা হচ্ছে ছবিটি মুক্তি পাবে না? কোন কারণে মুক্তি স্থগিত করব? এটা প্রশ্নই ওঠে না।' ছবিটির মুক্তির বিষয় নিশ্চিত করলেও হল সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেছেন চয়নিকা চৌধুরী।

চয়নিকা চৌধুরী আরও বলেন, 'নিয়ম অনুযায়ী দেশের দুই সিনেমা মুক্তি পাবে। সেখানে কোন নিয়মে 'হুব্বা' মুক্তি পাবে তা আমার জানা নেই। যেখানে দেশের দুটি সিনেমা মুক্তির দিন-তারিখ চূড়ান্ত হয়ে গেছে সেখানে বিদেশি সিনেমার মুক্তি পিছিয়ে দিলেই পারত।'

'শেষ বাজি' সিনেমাটির পোস্টারও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটি আজকের নির্ধারিত তারিখেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সাইমন সাদিক।

রিকোয়ার রিয়েল স্টেট লি. এর ব্যানারে নির্মিত সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত ছবিটিতে বিভিন্ন চরিত্রে সাইমন সাদিক ছাড়াও আরও যারা অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।

সিনেমাটির মুক্তি সামনে রেখে ১৫ জানুয়ারি বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল, চিত্রনায়ক ডিএ তায়েব, চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। চিত্রনায়িকা শিরিন শিলা, অভিনেতা রাশেদ মামুন অপু, কাহিনীকার সুমন পারভেজ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

ছবির পরিচালক মেহেদী হাসান বলেন, 'আমি আত্মবিশ্বাস নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। আমার সিনেমার গল্প ভালো। দর্শক ছবিটি উপভোগ করবে।'

শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়াবেন কি না? জানতে চাইলে পরিচালক মেহেদী হাসান বলেন, 'আমি ওই ধরনের সিনেমা তৈরি করিনি যে, আমাকে সরে দাঁড়াতে হবে। ১৭টি হল চূড়ান্ত হয়েছে। হলের সংখ্যা আরও বাড়বে।'

'কাগজের বউ' তায়েব-পরীমণি জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে 'সোনা বন্ধু' সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তাকে দেখা যাবে এক ধনীর দুলালির চরিত্রে। সিনেমার গল্পে এক দরিদ্র পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বিয়ের পর থেকে তাই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্বামীর ওপর নানা ধরনের মানসিক নির্যাতন চালান। এতে আরও আছেন মামনুন ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। এটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমাটি নিয়ে ডিএ তায়েব বলেন, 'আমরা ১৯ জানুয়ারি (আজ) ছবি মুক্তির জন্য প্রস্তুত। প্রযোজক ও পরিবেশক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে। সব ঠিক থাকলে নির্ধারিত দিনই মুক্তি দেব।'

'কাগজের বউ' প্রসঙ্গে ডি এ তায়েব জানান, 'অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। এখনো ফ্যামিলি অডিয়ান্স যারা আছেন, তারা এমন গল্প সিনেমার পর্দায় খোঁজেন। এসব মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসছে এ ছবিতে। এটা সুস্থ ধারার একেবারে সামাজিক ছবি। আমার বিশ্বাস যারা ছবিটি দেখবেন তাদের মনে ছবিটি দাগ কাটবে।'

এদিকে নিজের সিনেমা মুক্তির ব্যাপারে পরীমনি বলেন, 'সত্যি বলতে খুব ভালো লাগছে 'কাগজের বউ' মুক্তির কথা শুনে। বছরের প্রথম মাসেই আমার সিনেমা দর্শকরা হলে গিয়ে দেখবেন, এজন্য আনন্দটা অনেক। দর্শকদের বলব হলে গিয়ে 'কাগজের বউ' দেখুন। অভিনেত্রী আরও বলেন, 'চেনা গল্পকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে গল্পটা। চোখের জলেও ভাসাবে। সত্যি বলতে 'কাগজের বউ' পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।'

বোঝাই যাচ্ছে, বছরের প্রথমেই মুক্তি পেতে যাওয়া দুটি সিনেমা দুই ঘরানার। একটি থ্রিলার ও অ্যাকশনধর্মী সিনেমা এবং আরেকটি সামাজিক সেন্টিমেন্টের সিনেমা। এর মধ্যদিয়ে দেখা যাবে, দর্শক কোন ঘরানার সিনেমার প্রতি বেশি আগ্রহী। তবে গত কয়েক বছরে যে দর্শক আবার সামাজিক সেন্টিমেন্টের সিনেমায় আগ্রহী হয়ে উঠছেন সেটা গত কয়েকটি সিনেমার সাফল্য থেকেই আন্দাজ করা যায়। আবার অ্যাকশনধর্মী সিনেমাও সেই অর্থে খুব বেশি পিছিয়ে নেই যদি সিনেমাটি বিদেশি কোনো সিনেমার কার্বনকপি না হয়।

এখন একইদিনে তিন সিনেমা মুক্তির ঘোষণা আসায় শেষপর্যন্ত কোন সিনেমা আলোর মুখ দেখছে এ নিয়ে চলছে জোর জল্পনা। প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী উৎসবের বাইরে এক সপ্তাহে দুটি ছবির বেশি মুক্তি পাবে না। কিন্তু পূর্ব ঘোষিত চয়নিকা চৌধুরীর 'কাগজের বউ' ও মেহেদী হাসানের 'শেষবাজি'র সঙ্গে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে শেষ সময়ে এসে কলকাতার আমদানিকৃত সিনেমা 'হুব্বা'। এ নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় পড়েছে দেশের সিনেমা দুটি। তবে ১৭ হলে 'শেষবাজি' মুক্তির বিষয়টি পরিচালক নিশ্চিত করলেও ধোঁয়াশায় রয়ে গেছে 'কাগজের বউ'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে