শেখ হাসিনা চরিত্রে অপু বিশ্বাস
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
বর্তমানে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েই বেশি আলোচনায় ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। গেল বছর সরকারি অনুদানে এবং অপু বিশ্বাসের প্রযোজনায় মুক্তি পায় 'লাল শাড়ি'। সম্প্রতি তিনি আরও একটি সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। মূলত শাকিব খানের সঙ্গে তার বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে এক পর্যায়ে ঢাকাই সিনেমা থেকে ছিটকে পড়েন। এর আগে প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। যার বেশিরভাগ সিনেমাতেই তিনি শাকিব খানের জুটি হিসেবে অভিনয় করেছেন। এক পর্যায়ে মনে হচ্ছিল তিনি হয়তো আর ঢাকাই সিনেমাতেই ফিরবেন না। তবে একসময় আবার প্রস্তুতি নিতে থাকেন ঢাকাই সিনেমায় প্রত্যাবর্তনের। প্রত্যাবর্তন হলো শুধু অভিনেত্রী হিসেবেই নয়, সেই সঙ্গে সিনেমার প্রযোজক হিসেবেও।
এবার ভক্তদের আরও একটি সুখবর দিলেন নায়িকা। নির্মাতা সালমান হায়দার পরিচালিত একটি সিনেমাতে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে নাকি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন তিনি।
জানা গেছে, নির্মিতব্য সিনেমাটির দুটি নামকরণ করেছেন পরিচালক। একটি 'শেখ রাসেলের আর্তনাদ', অন্যটি 'আমি মায়ের কাছে যাব'। যে কোনো একটি নাম চূড়ান্ত করা হবে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম 'হাসু'।
এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন, ২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্ব। সব চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।
অপু বিশ্বাসের ১০০ টাকা পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে তিনি বললেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।
সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে।